ক্যাম্পাস

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ভর্তি পরীক্ষা 2023

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ভর্তি পরীক্ষা আগামী রোববার (২০ আগস্ট) ও সোমবার (২১ আগস্ট) অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা আছে। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডুয়েট কতৃপক্ষ।

আজ (বুধবার) বিষয়টি নিশ্চিত করেছেন ডুয়েটের রেজিস্ট্রার ও ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সদস্য প্রফেসর ড. মো. আনোয়ারুল আবেদিন।

তিনি বলেন, আগামী (২০ আগস্ট) ও সোমবার (২১ আগস্ট) ডুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং , ইলেকট্রিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগগুলোর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে রোববার (২০ আগস্ট)।

এছাড়া মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, অর্কিটেকচার, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগগুলোর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সোমবার (২১ আগস্ট)।

ডুয়েট কর্তৃপক্ষ বলছে, ভর্তি বিষয়ক যেকোনো তথ্য নির্ধারিত ওয়েবসাইটে (http://admission.duetbd.org) পাওয়া যাবে।

এ প্রসঙ্গে ডুয়েট রেজিস্ট্রার বলেন, সবকিছু বিবেচনায় নিয়ে পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষা দুই মাস পেছানো হয়েছে। এছাড়া আবেদনের সময়সীমাও বাড়ানো হয়েছে। আগামী ১৮ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা।

পরীক্ষার নতুন তারিখ প্রসঙ্গে প্রফেসর ড. মো. আনোয়ারুল আবেদিন বলেন, নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২০ ও ২১ আগষ্ট ডুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group