ক্যাম্পাস

স্থগিত পরীক্ষা নেওয়া শুরু করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

স্থগিত হওয়া পরীক্ষাসমূহ সশরীরে নেওয়া শুরু করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। আজ বুধবার (০৯ জুন) বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ১৫-১৬ সেশনের অনার্স ফাইনাল সেমিস্টারের স্থগিত পরীক্ষার নেওয়ার মধ্যদিয়ে এ কার্যক্রম শুরু হয়েছে। তবে পরীক্ষা শুরু হলেও বন্ধই থাকছে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের আরো বেশকিছু বিভাগে স্থগিত হওয়া পরীক্ষাসমূহ গ্রহণের তারিখ ও রুটিন প্রকাশ করা হয়েছে। নৃবিজ্ঞান বিভাগ ১০ জুন থেকে সম্মান শেষ বর্ষের স্থগিত পরীক্ষা নেয়ার রুটিন প্রকাশ করেছে।

ইংরেজি বিভাগের ২০১৪-১৫ সেশনের চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু হবে ১৩ জুন থেকে। রাজনীতি বিজ্ঞান বিভাগে ১৬ জুন থেকে পরীক্ষা শুরু হবে। মার্কেটিং ২৬তম ব্যাচের পরীক্ষা ২১ জুন থেকে শুরু হবে। অর্থনীতি বিভাগের মাস্টার্স ফাইনাল পরীক্ষা ২৮ জুন থেকে শুরু হবে হওয়ার কথা রয়েছে।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের স্থগিত ও নিয়মিত পরীক্ষাগুলোর বিষয়ে আগামী ১৫ জুন তারিখের পর সিদ্ধান্ত জানাবে প্রশাসন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পরীক্ষা গ্রহণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীরা। নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আকাশ মজুমদার বলেন, আমরা এতদিন খুবই ডিপ্রেশনে ছিলাম। পরীক্ষার সিদ্ধান্তে মনে হচ্ছে এখন নিশ্বাস নিতে পারবো। আমরা খুবই বাজে অবস্থায় পড়ে গেছিলাম।

বিশ্ববিদ্যালয়ের ব্যাবসায় প্রসাশন অনুষদের ডিন প্রফেসর এস এম সালামত উল্ল্যা ভুঁইয়া বলেন, মার্কেটিং বিভাগে কয়েকটি পরীক্ষা বাকি ছিল। আমরা এখন স্থগিত পরীক্ষাগুলো নিয়ে নিচ্ছি। আজকের পরীক্ষায় উপস্থিতির হার শতভাগ ছিল। ১৫ জুন তারিখ মিটিংয়ের পর বাকি পরীক্ষাগুলোর ব্যাপারে সিদ্ধান্ত হবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group