ক্যাম্পাসবিশ্ববিদ্যালয় ভর্তি

বিশ্ববিদ্যালয় খুললে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা, আবেদন ফিস ৫০০ টাকা

সরকার যখন বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেবে তখন গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা আয়োজন করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটি। আর যোগ্য শিক্ষার্থীদের দ্বিতীয় ধাপে ৫০০ টাকার মাধ্যমে আবেদন করতে হবে।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) ২০টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।

তিনি বলেন, আজকের বৈঠকে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পরীক্ষা আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। প্রথমবার শিক্ষার্থীরা বিনামূল্যে আবেদন করতে পারবেন। তবে দ্বিতীয় ধাপের আবেদন করতে ৫০০ টাকা লাগবে।

আবেদনের যোগ্যতা কিছুটা শিথিল করা হয়েছে। বিজ্ঞানের শিক্ষার্থীদের চতুর্থ বিষয়সহ আবেদন করতে ৭ পয়েন্ট লাগবে। কমার্সের ক্ষেত্রে সাড়ে ৬ এবং আর্টসের ক্ষেত্রে উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ৬ থাকতে হবে।

গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রের ধারণ ক্ষমতা অনুযায়ী এবার গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় মোট ৪ লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবেন। এক্ষেত্রে প্রতিটি ইউনিটে ১ লাখ ৩০ হাজারের কিছু বেশি প্রার্থী পরীক্ষায় বসার সুযোগ পাবেন। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি ) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্যের সভা কক্ষে অনুষ্ঠিত গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির বৈঠকে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তনের জন্য আলাদা ইউনিটে ভর্তি পরীক্ষা আয়োজন না করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে গুচ্ছ ভিত্তিক ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group