ক্যাম্পাস

বাতিল হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকোর্সে ভর্তির ‘বিতর্কিত’ সেই পরীক্ষা

বাতিল হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকোর্সে ভর্তির ‘বিতর্কিত’ সেই পরীক্ষা । অবশেষে (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের অনুরোধে সান্ধ্যকোর্সে শিক্ষার্থী ভর্তির ‘বিতর্কিত’ পরীক্ষা বাতিল করেছে ব্যবসা শিক্ষা অনুষদ। আজ শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১১-১২টা পর্যন্ত রাজধানীর আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে ওই পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে পরীক্ষা শুরুর আগেই তা বাতিল করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপাচার্য ড. মো. আখতারুজ্জামান নিজেই।

তিনি বলেন, ‘পরীক্ষা নেওয়ার বিষয়ে আমি অবগত ছিলাম না। পরে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন তথ্যের ভিত্তিতে ডিনকে পরীক্ষা বাতিলের অনুরোধ জানাই। এরপর পরীক্ষা বাতিল করা হয়।’

পরীক্ষা স্থগিতের বিষয়টি নিশ্চিত করে অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মাদ আব্দুল মঈন বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের বিধি মেনেই পরীক্ষা নিচ্ছিলাম। কিন্তু কিছু ভুল বোঝাবুঝির জন্যই আপাতত পরীক্ষা স্থগিত রাখা হয়েছে।’

এর আগে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী নীতিমালা প্রণয়ন পর্যন্ত সান্ধ্যকোর্সে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম স্থগিত রাখে কর্তৃপক্ষ। প্রণয়নের পর নীতিমালা অনুযায়ী ভর্তি কার্যক্রম চালাতে বলা হয়। কিন্তু করোনা পরিস্থিতির জন্য নীতিমালা প্রণয়নের কাজ স্থগিত রয়েছে। এরমধ্যেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং দুই উপ-উপাচার্যকে না জানিয়ে ভর্তি নেওয়ার তারিখ ঘোষণা করে অনুষদটি। অবশেষে উপাচার্যের অনুরোধে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হলো।

বাংলা ট্রিবিউন

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group