ক্যাম্পাস

ক্লাস-পরীক্ষা নিতে পারবে বেসরকারি বিশ্ববিদ্যালয়

ক্লাস-পরীক্ষা নিতে পারবে বেসরকারি বিশ্ববিদ্যালয় । বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে শর্তসাপেক্ষে বিশেষ বিবেচনায় প্রাকটিক্যাল ক্লাস ও পরীক্ষার সুযোগ দিতে যাচ্ছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

ইউজিসির ভার্চুয়াল সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়। সভায় বলা হয়েছে যে যেসব শিক্ষার্থী ফাইনাল সেমিস্টারে রয়েছেন শুধু তারাই এই সুযোগ পাবেন।
ভার্চুয়াল সভায় আরও বলা হয়েছে, কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে এই পরীক্ষা ও ক্লাস কার্যকর করতে হবে। এক্ষেত্রে ক্লাস ও পরীক্ষার সময় দুজন শিক্ষার্থীর মাঝে অন্তত ছয় ফুট দুরত্ব বজায় রাখতে হবে। ল্যাব ক্লাস ও পরীক্ষায় সর্বোচ্চ ১০ জন্য শিক্ষার্থী অংশ নিতে পারবেন। একদিনে একটিই ক্লাস নেওয়া যাবে।

যেহেতু বিশ্ববিদ্যালয় খোলা হচ্ছে না। তাই ফাইনাল সেমিষ্টারের শিক্ষার্থীদের কথা বিবেচনায় রেখে আমাদের এমন সিদ্ধান্ত ।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group