উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ভর্তি তথ্য

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিবিএ BBA ভর্তি বিজ্ঞপ্তি ফলাফল ২০২২

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিবিএ BBA ভর্তি বিজ্ঞপ্তি ফলাফল ২০২২ ।Bangladesh Open University BBA Admission Notice Result 2021 Has Been Published On www Daily Result BD com Bangla Website.
বাউবি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিবিএ ভর্তি নোটিশ ২০২১ প্রকাশিত হয়েছে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ৪ বছর মেয়াদি বিবিএ BBA বাংলা মাধ্যম ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২০ ব্যাচের বিবিএ বাংলা মাধ্যম ভর্তির বিজ্ঞপ্তি।

ভর্তির বিষয়সমূহঃ

• ব্যবস্থাপনা।
• মানব সম্পদ ব্যবস্থাপনা।
• বিপণন।
• ফিন্যান্স এন্ড ব্যাংকিং।
• হিসাববিজ্ঞান।
• তথ্য ব্যবস্থাপনা

বাউবি বিবিএ কোর্সে ভর্তির যােগ্যতাঃ

• বিবিএ (বাংলা মাধ্যম) প্রােগ্রামে ভর্তিচ্ছু প্রার্থীকে ভর্তির আবেদনের জন্য অবশ্যই একাডেমিক রেকর্ডে নিম্নোক্ত সারণী অনুযায়ী ৮ পয়েন্টের মধ্যে ন্যূনতম ৫ (পাঁচ) পয়েন্ট থাকতে হবে।

• এরপর প্রােগ্রামে ভর্তির পূর্বে প্রার্থীকে মৌখিক সাক্ষাৎকারে অংশগ্রহণ করে ১০ পয়েন্টের মধ্যে ন্যূনতম ৬ পয়েন্ট পেতে হবে।

• প্রার্থীকে অবশ্যই পৃথকভাবে একাডেমিক রেকর্ডে ন্যূনতম ৫ পয়েন্ট ও মৌখিক সাক্ষাৎকারে ন্যূনতম ৬ পয়েন্টসহ মােট ১১ পয়েন্ট অর্জন করেই বিবিএ (বাংলা মাধ্যম) প্রােগ্রামে ভর্তি হতে হবে।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনার্স ভর্তির জন্য গুরুত্তপূর্ণ তারিখ সমুহঃ

আবেদনের তারিখঃ ৪ জানুয়ারি থেকে ৮ এ্রপ্রিল ২০২১
আবেদন করতে হবে অনলাইনে: osaps.bou.edu.bd ওয়েবসাইটে আবেদন করতে হবে। পরে একই ওয়েবসাইটে লগইন করে ভর্তি পরীক্ষার জন্য প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
আবেদন ফিঃ ১,০০০ (এক হাজার) টাকা মাত্র
একাডেমিক রেকর্ডস যাচাই বাছাই, মৌখিক পরীক্ষা ও ভর্তির তালিকা প্রকাশ : ২৯ এপ্রিল ২০২০ হতে ৯ মে ২০২০ এর মধ্যে।

৩০ এপ্রিল ২০২১ বিকাল ৩টা থেকে ৫টা
ভর্তির তারিখ: ১৭ মে ২০২০ হতে ৩০ জুন, ২০২০ পর্যন্ত।
বিলম্ব ফিসহ ভর্তির তারিখ: ১ জুলাই ২০২০ হতে ১৫ জুলাই ২০২০ পর্যন্ত।
ওরিয়েন্টেশন ক্লাস : ১৭ জুলাই ২০২০
টিউটোরিয়াল ক্লাস : ২৪ জুলাই ২০১০।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিবিএ BBA ভর্তি বিজ্ঞপ্তি ফলাফল ২০২০

বিস্তারিত জানতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিবিএ ভর্তি বিজ্ঞপ্তি দেখুন এই লিংক থেকে :
https://www.bou.edu.bd/images/admission/bba_rev_admi_040121.pdf

অনলাইনে ভর্তির বিষয়ে (OSAPS) ব্যবহার সংক্রান্ত জরুরি কিছু নির্দেশনাঃ

• বিবিএ প্রােগ্রামে ভর্তি কার্যক্রম অনলাইনে সম্পন্ন হবে।

• এক্ষেত্রে htpp://osaps.bou.edu.bd তে লগইন করে অর্থ প্রদানসহ ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।

• টাকা জমা দেওয়া যাবে বিকাশ- ০১৭৫৬-০৪৫১৬৬ এবং সিউর ক্যাশ- ০১৭৮৬-৫২৪৯১৭৫ নম্বরে।

• ভর্তি কার্যক্রম সম্পন্ন করার ক্ষেত্রে ভর্তি ফিসহ বিভিন্ন চার্জ সংশ্লিষ্ট শিক্ষার্থী বহন করবেন।

• আপনার ব্রাউজারে osaps.bou.edu.bd লিখে Enter করুন + Login -এ ক্লিক করুন + User Id ও Password দিয়ে প্রবেশ করুন + Menu তে Student Services-এ গিয়ে Cours Enrollment -এ ক্লিক করে পরবর্তী ধাপসমূহ সম্পন্ন করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। osaps.bou.edu.bd তে ভর্তি ফলাফল জানা যাবে

• অনলাইনে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর পেমেন্ট সংক্রান্ত তথ্য যেমন প্রােফাইল, একাউন্ট নম্বর, টাকার পরিমাণ ট্রানজেকশন হিস্ট্রিসহ রেজিস্ট্রেশনকৃত কোর্সসমূহের প্রিন্ট কপি সংরক্ষণ করুন এবং সংশ্লিষ্ট আঞ্চলিককপি-আঞ্চলিক কেন্দ্রে জমা দিন।

• কোন আবেদনকারীকে Ok ম্যাসেজ পাঠানাে হলেও সনদপত্র যাচাইয়ের পর যদি তা প্রমাণিত না হয়, সেক্ষেত্রে উক্ত আবেদনকারী ভর্তির যােগ্যতা হারাবেন।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group