উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

২০২২ সালের এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু হবে। লিখিত পরীক্ষা চলবে ২৯ অক্টোবর পর্যন্ত।

বুধবার (১৭ আগস্ট) উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি’র ব্যবহারকি পরীক্ষা আগামী ৩০ অক্টোবর শুরু হয়ে শেষ হবে ৫ নভেম্বর। ৮ নভেম্বর ব্যবহারিক পরীক্ষার নম্বর আঞ্চলিক কেন্দ্রে পাঠাতে হবে।

পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশাবলি

১) করোনা অতিমারির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রশ্নপত্রের উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২) এইচএসসি পরীক্ষা-২০২২ এ ১৪ ব্যাচ থেকে ২১ ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।
৩) DeNovo রেজিস্ট্রেশন করা ১৫ ব্যাচের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষা-২০২২ এ অংশগ্রহণের প্রথম সুযোগ এবং ১৪ ব্যাচের শিক্ষার্থীদের সর্বশেষ সুযোগ।

৪) পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।

৫) প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৬) পরীক্ষা বিরতিহীনভাবে প্রশ্নপত্রে বর্ণিত সময় অনুযায়ী চলবে। এসসিকিউ এবং সিকিউ উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনও বিরতি থাকবে না।

৭) পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা চলাকালীন শিক্ষার্থীদের মোবাইল ফোন, ব্যাগ বা কোনও ইলেকট্রনিক্স ডিভাইস সঙ্গে রাখা ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

৮) পরীক্ষা শুরুর ৩০ মিনিটের মধ্যে পরীক্ষা কক্ষ ত্যাগ করা যাবে না। মূল আইডি কার্ড ছাড়া কোনও শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।

৯) শিক্ষার্থীদেরকে নিজ নিজ স্টাডি সেন্টারে যোগাযোগ করে পরীক্ষা কোন কেন্দ্রে অনুষ্ঠিত হবে, তা জেনে নিতে হবে। ব্যবহারিক সংবলিত বিষয়ে তত্ত্বীয়, বহুনির্বাচনি ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে। কোনও কারণ দর্শানো ছাড়া বাউবি কর্তৃপক্ষ পরীক্ষার সময়সূচি পরিবর্তন করতে পারবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group