বিসিএস

৪১তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতির জন্য যে বইগুলো পড়বেন

৪১তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতির জন্য যে বইগুলো পড়বেন? বি সি এস পরীক্ষার জন্য অনেক ভালো ও দীর্ঘ মেয়াদি প্রস্তুতির জন্য কী কী বই পড়বেন এবং কিভাবে পড়বেন তা নিয়েই আজকে আলোচনা করা হবে ডেইলি রেজাল্ট বিডি ওয়েবসাইটে। 41st BCS Preliminary Book List Download pdf

বিসিএস ক্যাডার হওয়ার জন্য বাংলাদেশের বেশিরভাগ চাকরি প্রত্যাশী উচ্চ শিক্ষিতর স্বপ্ন থাকে বলা চলে। কেননা, বিসিএস ক্যাডার জব একটি অনেক সম্মানের সরকারি ফার্স্ট ক্লাস গেজেটেড জব, জব সিকিউরিটি অনেক ভালো এবং বেতন-ভাতা ভালো, ভবিষ্যৎ অনেক উজ্জ্বল সর্বোপরি বিসিএস ক্যাডেরদের সামাজিক গ্রহণযোগ্যতা অনেক বেশি। কিন্ত বেশির ভাগ বিসিএস ক্যাডার প্রত্যাশীই জানেন না বিসিএসের জন্য কি কি বই পড়তে হবে কিংবা কিভাবে শুরু করতে হবে।
BCS প্রিলিমিনারির জন্য যে বইগুলো প্রস্তুতির জন্য পড়বেন তা নিচে শেয়ার করলাম-

৪১তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতির জন্য যে বইগুলো পড়বেন

৪১তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতির জন্য যে বইগুলো পড়বেন

১. বাংলা ব্যাকরণ ৯-১০ শ্রেণি, শীকর বাংলা/ প্রফেসর’স বাংলা/MP3 বাংলা (প্র‍্যাকটিসের জন্য)।

২. ইংরেজীর জন্য, Applied English Grammar and Composition by PC Das, Advanced Learners’ Functional English( Communicative টা নয়), by Chowdhury & Hossain, Saifur’s Vocabulary, English for Competitive Exam by Fazlul Hoque (প্র‍্যাকটিসের জন্য)

৩. সাধারণ জ্ঞান, MP3/নতুন বিশ্ব+ মাসিক Current Affairs।

৪. গনিত, MP3 Math Review/Shahin’s Math/ Shortcut Math/প্রফেসর’স স্পেশাল গণিত+ ক্লাস ৫-১০ Text Books (সৃজনশীল)

৫. MP3 George’s Mental Ability/প্রফেসর’স মানসিক দক্ষতা + বিসিএস রিটেনের বিগত সালের মানসিক দক্ষতার সকল প্রশ্ন ব্যাখ্যাসহ

৬. সুশাসন, নৈতিকতা ও মূল্যবোধ, ভূগোল ও দুর্যোগ ব্যবস্থাপনা – Assurance Publications এর “সুশাসন, নৈতিকতা এবং ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থপনা” এই বইটি পড়তে পারেন; সাথে নবম – দশম শ্রেণির ভূগোল বইটি ও এইচএসসি “পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র পড়তে পারলে আরো ভালো করতে পারবেন।

৭. বিজ্ঞান– ওরাকল/MP3 বিজ্ঞান।

৮. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি– Easy Computer + তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ শ্রেণি) – প্রকৌশলী মুজিবুর রহমান
৯. English Literature – A Short Handbook On English Literature by Sharif Ahmed Chaudhury/Miracle Literature।

১০. “কারেন্ট অ্যাফেয়ার্স বিসিএস প্রিলিমিনারি বিশেষ সংখ্যা”।

১১. বিসিএস প্রিলি প্রশ্ন ব্যাংক- প্রফেসর’স প্রকাশন (ব্যাখ্যাসহ পড়তে হবে। কারণ বিগত সাল থেকে অনেক প্রশ্ন রিপিট করে)

৪১তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতির জন্য যে বইগুলো পড়বেন

আর যাদের হাতে সময় কম বা চাকরিজীবী কিংবা এত বেশি বই পড়তে পারেন না তারা “BCS Preliminary Analysis” বইটি পড়লে অনেক উপকার পাবেন। কেননা এই এক বইয়ে বিসিএস সব বিষয় অর্থাৎ ১২টি বিষয় একসাথে গুছানো আকারে পাবেন। এই বইয়ে কোনো অপ্রয়োজনীয় তথ্য নেই। বইটি নোট ও সাজেশন দিয়ে রচিত।মনে রাখবেন, “কম পড়বেন কিন্তু Important বিষয়গুলো পড়বেন!” প্রিলির জন্য ২০০তে ১৮০-৯০ পাওয়া লাগে না ; ১২০ নম্বর পেলেই পাশ নিশ্চিত” প্রিলির জন্য ২০০তে ১৮০-৯০ পাওয়া লাগে না ; ১২০ নম্বর পেলেই পাশ নিশ্চিত!

“BCS Preliminary Analysis” বইটি + প্রিলি প্রশ্ন ব্যাংক/জব সল্যুশন + কারেন্ট অ্যাফেয়ার্স পড়লেই ইনশাল্লাহ বিসিএস প্রিলি পাশ করতে পারবেন। কিন্তু বেশি বেশি জানার জন্য বেশি বেশি পড়ার বিকল্প নেই।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group