ক্যাম্পাসবিশ্ববিদ্যালয় ভর্তি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষ ভর্তি আবেদন বিজ্ঞপ্তি ২০২০-২০২১

২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার তারিখ এবং আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি । চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে তিন ধাপে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ২২ জুন থেকে ২৪ জুন, ২৮ জুন থেকে ১ জুলাই এবং ৫ জুলাই থেকে ৮ জুলাই এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সোমবার (২২ ফেব্রুয়ারি) একাডেমি শাখার ডেপুটি রেজিস্ট্রার এসএম আকবর হোছাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করে চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এসএম মনিরুল হাসান বলেন, ডিনদের সমন্বয়ে অনুষ্ঠিত চতুর্থ সভায় প্রাথমিকভাবে এ সিদ্ধান্ত নেয়া হয়। তবে ইউনিটভিত্তিক পরীক্ষার তারিখ এই মাসেই কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির চূড়ান্ত সভায় নেয়া হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষ ভর্তি আবেদন বিজ্ঞপ্তি ২০২০-২০২১চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষ ভর্তি আবেদন বিজ্ঞপ্তি ২০২০-২০২১

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামী ২২ জুন থেকে ২৫ জুন ও ২৮ জুন থেকে ০১ জুলাই এবং ০৫ জুলাই থেকে ০৮ জুলাইয়ের মধ্যে অনুষ্ঠিত হবে। ইউনিট/উপ-ইউনিট ভিত্তিক ভর্তি পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

এতে বলা হয়, ০৫ এপ্রিল সকাল ১১:০০টা থেকে ৩০ এপ্রিল রাত ১১:৫৯টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদন ফি ০২ মে রাত ১১:৫৯টা পর্যন্ত জমা দেয়া যাবে। বিস্তারিত তথ্যাদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তির ওযেবসাইটে (https://admission.cu.ac.bd/) পরবর্তীতে পাওয়া যাবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group