জাতীয় বিশ্ববিদ্যালয়বিশ্ববিদ্যালয় ভর্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ভর্তি বিজ্ঞপ্তি ফলাফল ২০২৩ NU Degree Admission

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ভর্তি বিজ্ঞপ্তি ফলাফল ২০২৩ NU Degree Admission।এনইউ অধীনে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ৩ বছর মেয়াদি ব্যাচেলর অব আর্টস [বি এ (পাস)], ব্যাচেলর অব সোস্যাল সায়েন্স [বি এস এস (পাস)], ব্যাচেলর অব সায়েন্স [বি এস সি (পাস)], ব্যাচেলর অব বিজনেস স্টাডিজ [বি বি এস (পাস)], ব্যাচেলর অব মিউজিক [বি মিউজ (পাস)], ব্যাচেলর অব স্পোর্টস বি স্পোর্টস (পাস) ডিগ্রি পাস কোর্সে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ডিগ্রি পাস কোর্সে ভর্তি কার্যক্রম এর প্রাথমিক আবেদন ১৮ অক্টোবর ২০২২ইং ১২টা পর্যন্ত চলবে।

NU Degree Admission গুরুত্বপূর্ণ তারিখ সমূহঃ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ভর্তির আবেদন বিজ্ঞপ্তি 2022 প্রকাশিত হয়ে নিম্নে আবেদন শুরু এবং শেষ তারিখ দেয়া হল। The application form for the National University Degree Admission 2023 has been published and the following application start and end date has been given.

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ভর্তির নুন্যতম যোগ্যতাঃ

বাংলাদেশের যেকোনো শিক্ষাবোর্ড হতে ২০১৭/২০১৮/২০১৯ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বাংলাদেশের যেকোনো শিক্ষাবোর্ড হতে ২০১৯/২০২০/২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ভর্তির আবেদন সংক্রান্ত তথ্য

অনলাইনে আবেদন শুরুর তারিখঃ ১৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখ বিকাল ৪টা থেকে।

অনলাইনে আবেদনের শেষ তারিখঃ ২৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখ রাত ১২টা পর্যন্ত।

আবেদন ফি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ জমা দেওয়ার সময়সীমাঃ ১৮ অক্টোবর ২০২৩ তারিখ।

আবেদন ফরমের মূল্য: ২৫০/-

ডিগ্রি ক্লাস শুরু : ৯ নভেম্বর ২০২৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ভর্তির আবেদন বিজ্ঞপ্তি 2023

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ভর্তির আবেদন বিজ্ঞপ্তি 2022জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ভর্তির আবেদন বিজ্ঞপ্তি 2022

ডিগ্রি ভর্তির আবেদনজাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ভর্তির আবেদন বিজ্ঞপ্তি 2021

National University Degree Admission Notice 1

National University Degree Admission Notice 2

*** ডিগ্রি তে ভতি হতে চাইলে অবশ্যই প্রাথমিক আবেদন করতে হবে এবং অনলাইন ছাড়া কেউ সরাসরি ভতি হতে পারবেন না।

*** অনার্স ১ম বর্ষের ২য় রিলিজ স্লিপের নোটিশ আজ বা কালকের মধ্যে দিবে তারপর থেকে ২য় রিলিজে আবেদন শুরু হবে।

*** ডিগ্রি এবং অনার্স ভতি সম্পকে যে কোন তথ্য জানতে চাইলে নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন

অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণের সময়সীমাঃ ১ এপ্রিল (বিকাল ৪টা) থেকে ৩০ এপ্রিল ২০২১ তারিখ (রাত ১২টা) পর্যন্ত।
প্রিন্ট করা প্রাথমিক আবেদন ফরমটির নির্ধারিত স্থানে আবেদনকারীর স্বাক্ষরসহ করে কলেজে আবেদন ফি বাবদ ২৫০/- টাকা জমা দেয়ার সময়সীমাঃ১৪ এপ্রিল পর্যন্ত।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ভর্তি বিজ্ঞপ্তি ফলাফল ২০২১

 

১ম মেধাতালিকা প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২০২১
২য় মেধাতালিকা (আসন খালি থাকা সাপেক্ষে) ও মাইগ্রেসন এর মেধাতালিকা প্রকাশের তারিখঃ –
কোটা ও ও মাইগ্রেসন এর মেধাতালিকা প্রকাশের তারিখঃ –
১ম রিলিজ স্লিপে আবেদনের সময়সীমাঃ৬ এপ্রিল থেকে ১০ এপ্রিল ২০২১
২য় রিলিজ স্লিপে আবেদনের সময়সীমাঃ – থেকে –
১ম রিলিজ স্লিপর মেধাতালিকা প্রকাশের তারিখঃ –
২য় রিলিজ স্লিপর মেধাতালিকা প্রকাশের তারিখঃ –
ক্লাশ শুরুর তারিখঃ ১৫ ডিসেম্বর ২০১৯

আবেদনের যোগ্যতাঃ

২০১৫/২০১৬/২০১৭ সালের মাধ্যমিক/সমমান এবং ২০১৭/২০১৮/২০১৯ সালে উচ্চ মাধ্যমিক / সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন এর সুযোগ পাবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের উক্ত আবেদন ফরম পূরণ করে প্রাথমিক আবেদন ফি বাবদ ২৫০/- (দুইশত পঞ্চাশ) টাকা সংশ্লিস্ট কলেজে ২৯ নভেম্বর এর মধ্যে অবশ্যই জমা দিতে হবে।

উল্লেখ্য, স্নাতক (পাস) শ্রেণীর ভর্তি কার্যক্রমে আবেদনকারী প্রার্থীদের কোন ভর্তি পরীক্ষা দিতে হয়না। তাদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে মেধা তালিকা প্রণয়ন করা হয়।

২০১৫/২০১৬/২০১৭ সালের O-Level পরীক্ষায় কমপক্ষে তিনটি বিষয়ে ‘বি” গ্রেডসহ অন্তত চারটি বিষয়ে উত্তীর্ণ এবং ২০১৭/২০১৮/২০১৯ সালের A-Level পরীক্ষায় অন্তত একটি বিষয়ে ‘বি” গ্রেডসহ /পয়েন্ট সহ অন্তত ২টি বিষয়ে উত্তীর্ণ প্রার্থীরা এই ভর্তি কার্যক্রমে আবেদন করতে পারবে তবে প্রার্থীদের ভর্তি নির্দেশিকার অন্যান্য সকল শর্ত পূরণ করতে হবে। এ সকল শিক্ষার্থীদের ডীন, স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল, জাতীয় বিশ্ববিদ্যালয়-এর সাথে সরাসরি যোগাযোগ করতে হবে।

অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ এবং করণীয়ঃ

আবেদন ফরম পূরণঃ আবেদনকারীকে এই http://app.nu.edu.bd/nu-web/application/degpApplicationForm লিঙ্কে গিয়ে প্রদর্শিত তথ্য ছকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার রোল নম্বর, শিক্ষা বোর্ড ও পাসের সন সঠিকভাবে এন্ট্রি দিতে হবে৷
সঠিক লিঙ্গ (Gender) নির্ধারণ নির্ধারণঃ এ পর্যায়ে অনলাইনে আবেদনকারীর শিক্ষা বোর্ডে সংরক্ষিত ডাটাবেজের তথ্য অনুযায়ী Male/Female প্রদর্শিত হবে৷ আবেদনকারীর তথ্য ছকে Male এর স্থলে Female বা
Female এর স্থলে Male প্রদর্শিত হলে Click to Change গিয়ে সঠিক তথ্যটি দিতে হবে৷
কলেজ পছন্দঃ আবেদনকারী তার পছন্দ অনুযায়ী বিভাগ ও জেলাওয়ারী যে কোন কলেজের নাম Select করলে
সংশ্লিষ্ট কলেজে ১ম বর্ষ স্নাতক (পাস) শ্রেণীর অধিভুক্ত কোর্সসমূহের নাম ও আসন সংখ্যা দেখতে পাবে৷

বিষয় পছন্দক্রমঃ website-এর তথ্য ছকে পছন্দ অনুযায়ী একটি কলেজ Select করলে আবেদনকারী সংশ্লিষ্ট কলেজে তার ভর্তি যোগ্য (Eligible)কোর্সের তালিকা দেখতে পাবে এবং এই তালিকা থেকে প্রার্থী সর্তকতার সংগে তার প্রার্থিত কোর্সের পছন্দক্রম নির্ধারণ করতে হবে৷ এই পছন্দক্রমের উর্ধ্বক্রম অনুসারে মেধার ভিত্তিতে কোর্স বরাদ্দ দেয়া হবে৷
কোটাঃ মুক্তিযোদ্ধার সন্তান/ আদিবাসি/ প্রতিবন্ধী/পোষ্য কোটায় ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীকে তথ্য ছকের নির্দিষ্ট স্থানে তার জন্য প্রযোজ্য কোটা Select করতে হবে৷ কোটায় আবেদনের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের ইস্যুকৃত মূল সনদপত্র থাকতে হবে৷ একজন প্রার্থী এক বা একাধিক কোটায় যোগ্য হলে কোটার পছন্দক্রম নির্ধারণ করে দিতে হবে৷

ছবি সংযোজনঃ আবেদনপত্র পূরণের সময় প্রার্থীর পাসপোর্ট আকারে সম্প্রতি তোলা রঙ্গিন ছবি Scan করে আপলোড করতে হবে৷ ছবির মাপ ১২০x১৫০ pixels, Image Type: jpg এবং maximum file size:50KB হতে হবে৷
ফরম চূড়ান্তকরণঃ সঠিক তথ্য ও ছবিসহ ছক পূরণ করে প্রথমে ফরমটি Submit Application অপশনে ক্লিক
করতে হবে৷ এ পর্যায়ে আবেদনকারীর রোল নম্বর ও পিন কোড প্রদর্শিত হবে এবং আবেদনকারীকে ফরমটি ডাউনলোড করে [A4(8.5”×11”)অফসেট সাদা কাগজে]প্রিন্ট (Print) নিতে হবে৷

NU Degree ভর্তির ফলাফল দেখার পদ্ধতিঃ

http://app1.nu.edu.bd/তে লগিন করে শিক্ষার্থীরা Admission Roll ও Admission Pin নম্বর দিয়ে লগিন করে/ ব্যবহার করে Degree ভর্তি ফলাফল দেখতে পারবে৷

মোবাইলে এস এম এস করে ডিগ্রী রেজাল্ট দেখার নিয়মঃ

অথবা, NU<space> ATDG <space> Roll No টাইপ করে 16222 নম্বরে মেসেজ পাঠিয়ে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group