বিশ্ববিদ্যালয় ভর্তিভর্তি তথ্যভর্তি রেজাল্ট

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি ফলাফল ২০২১

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ও ফলাফল ২০২১। দিনাজপুরের হাবিপ্রবি অনার্স ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১ সেশনের ভর্তি পরীক্ষা চলতি বছর ডিসেম্বরের ২ তারিখ থেকে ৫ তারিখ অনুষ্ঠিত হবে।

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর সোমবার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচাযের্র সম্মেলন কক্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের স্ট্যান্ডিং কমিটির ২৬১তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে এ সভায় ২৯টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ উপস্থিত ছিলেন। এ সভায় বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা ও আনুসঙ্গিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।
সভায় পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের ২০১৯-২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক পর্যায়ে ভর্তি পরীক্ষার তারিখ সমন্বয় ও সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়।

হাবিপ্রবি অনার্স ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০ সেশন ফলাফল

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ফলাফল

হাবিপ্রবি অনার্স ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০ সেশন

ভর্তি  তথ্য 

হাবিপ্রবিতে মোট ইউনিট সংখ্যা ৭ টি। A,B,C,D,E,F এবং G ইউনিট। এর মাঝে A,B,D,E,F সায়েন্স ইউনিট এবং C,G ইউনিট বিভাগ পরিবর্তন ইউনিট। C ইউনিট মূলত বানিজ্য, আর G ইউনিট মূলত মানবিক।

হাবিপ্রবি ভর্তি পরীক্ষার ফলাফল www.hstu.ac.bd/admission তে পাওয়া যাবে।

HSTU Admission Test 2020 Result PDF List

Download A Unit Result pdf download

Download B Unit Result

Download C Unit Result

Download D Unit Result

Download Players and Disabled Quota Result

ইউনিট ভিত্তিক আসন সংখ্যা-
A ইউনিট- 585
Agriculture 375
Fisheries 110
DVM 100

B ইউনিট- 210
CSE 70
EEE 70
ECE 70

C ইউনিট- 280
Accounting 70
Management 70
Finance 70
Marketing 70
(বিঃদ্রঃ C ইউনিটে বিজ্ঞান ও মানবিক বিভাগের শিক্ষার্থীরাও পরীক্ষা দিতে পারবে ।এক্ষেত্রে ৬০% আসন বাণিজ্যদের জন্য,বাকী ৪০ % মানবিক ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য)

D ইউনিট- 220
Mechanical Engineering 50
Civil Engineering 50
Agricultural Engineering 60
Food & Process Engineering 60

E ইউনিট- 35

F ইউনিট- 310
Physics 75
Chemistry 75
Mathematics 80
Statistics 80

G ইউনিট- 365
English 110
Economics 110
Sociology 110
Development studies 35
(বিঃদ্রঃ ইউনিটে বিজ্ঞান ও বানিজ্য বিভাগের শিক্ষার্থীরাও পরীক্ষা দিতে পারবে ।এক্ষেত্রে ৫০% আসন মানবিকদের জন্য,বাকী ৫০ % বাণিজ্য ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য।)

ইউনিট ভিত্তিক ন্যূনতম যোগ্যতাঃ
সকল ইউনিটের ক্ষেত্রে SSC & HSC দুইটা মিলে ৬.৫ পয়েন্ট( SSC & HSC তে আলাদাভাবে নুন্যতম ৩.০০ থাকতে হবে)

শুধুমাত্র G ইউনিটের মানবিক বিভাগে পাশকৃতদের ক্ষেত্রে SSC & HSC দুইটা মিলে ৬.০০ পয়েন্ট( SSC & HSC তে আলাদাভাবে নুন্যতম ২.৭৫ থাকতে হবে)

সাবজেক্ট ভিত্তিক নির্দিষ্ট কোনো গ্রেড/ পয়েন্ট লাগেনা(শুধুমাত্র A ইউনিটের ক্ষেত্রে চতুর্থ বিষয়ে ন্যুনতম C গ্রেড থাকতে হবে)।

ইউনিট ভিত্তিক GPA মার্কসঃ
টোটাল GPA মার্কস ৫০। SSC কে ৪ দিয়ে ও HSC কে ৬ দিয়ে গুন করতে হবে।
SSC×4
HSC×6

*নেগেটিভ মার্কস ০.২৫
*সেকেন্ড টাইম পরীক্ষা দেয়া যাবে।
*চতুর্থ বিষয় ফেল করলে শুধুমাত্র G ইউনিটে আবেদন করা যাবে।
*সমন্বিত পরীক্ষা হবে না।
*কোন পাস মার্কস নেই,মেধাক্রম অনুসারে ভর্তি করানো হয়।

*ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। উল্লেখ্য যে পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে সবচেয়ে বেশি বিদেশী শিক্ষার্থী হাবিপ্রবিতে অধ্যয়নরত । ভর্তিপরীক্ষার সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট hstu.ac.bd তে পাওয়া যাবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group