বিশ্ববিদ্যালয় ভর্তিভর্তি রেজাল্ট

ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির ভর্তি ফলাফল প্রকাশ ২০২২

২০২১-২০২২ সালের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। শনিবার (২৮ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত অফিসিয়াল ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটিও ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন।শুক্রবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়টির ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। চলতি শিক্ষাবর্ষে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে ৭ হাজার পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছেন। বিশ্ববিদ্যালয়টির মোট ৬টি ডিপার্টমেন্টে আসন সংখ্যা ৭৬২টি। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে ৯ জন ভর্তিচ্ছু এ পরীক্ষায় অংশ নিয়েছেন।

Read more আইইউটির ভর্তির আবেদন শুরু ২১ মার্চ।আগামী ২১ মার্চ থেকে অনলাইনের মাধ্যমে ভর্তি আবেদন শুরু হবে। চলবে ৯ এপ্রিল পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে (https://admission.iutoic-dhaka.edu/) আবেদন করা যাবে। আগামী ২৭ ও ২৮ মে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। স্নাতক ছাড়াও স্নাতকোত্তর ও পিএইডি প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ‘ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)’র ২০২১-২০২২ সালে প্রথম বর্ষ স্নাতকে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ২০২০ ও ২০২১ সালে এইচএসসি ও ডিপ্লোমা উত্তীর্ণ শিক্ষার্থীরা এ আবেদন করতে পারবেন।

The application for IUT admissions began on March 21. Online applications will start from March 21. It runs until April 9th. The application can be made on the university’s admission website (https://admission.iutoic-dhaka.edu/). The admission test will be held on May 27 and 28. Apart from graduation, the notification for admission to postgraduate and PHED programs has been published. Details will be available on the university’s admission website, the release said. The international university of Islamic University of Technology (IUT) has published the notification for admission to the first-year undergraduate in 2021-2022. Students who have passed HSC and diploma in 2020 and 2021 can apply.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group