ভর্তি তথ্যভর্তি রেজাল্ট

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি ভর্তির ফলাফল 2021 প্রকাশ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি ভর্তির ফলাফল ২০২০ প্রকাশ। গাজীপুরের কালিয়াকৈরে প্রতিষ্ঠিত দেশের প্রথম ডিজিটাল বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (বিডিইউ) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণীতে প্রথম বর্ষে ভর্তির রেজাল্ট প্রকাশ করেছে। ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তির জন্য ১০০ আসনের বিপরীতে ৪২৫৬ জন শিক্ষার্থী আবেদনপত্র জমা দিয়েছে। সেই হিসেবে প্রতি আসনে বিপরীতে আবেদন করেছে ৪২ জন শিক্ষার্থী।

শনিবার (৯ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সিস্টেম এনালিস্ট মুহাম্মদ শাহীনূল কবীর উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূরের নিকট এই ফলাফল হস্তান্তর করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট (https://admission.bdu.ac.bd) এ এই ফলাফল প্রকাশ করা হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি ভর্তির ফলাফল প্রকাশ

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ডিজিটাল ইউনিভার্সিটিতে ভর্তি বিজ্ঞপ্তি 2021

ভর্তিচ্ছু আবেদনকারীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট (http://admission.bdu.ac.bd) থেকে তাদের ফলাফল জানতে পারবেন। এছাড়া আবেদনকারীদের ভর্তি আবেদন ফরমে উল্লেখিত মোবাইল নাম্বারে এসএমএস এর মাধ্যমে তাদের বিডিইউ ভর্তি ফলাফল জানিয়ে দেয়া হয়।

BANGABANDHU SHEIKH MUJIBUR RAHMAN DIGITAL UNIVERSITY BDU ADMISSION 2019-2020 RESULT ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ন্যায় চলতি বছর ২০১৯-২০ শিক্ষাবর্ষেও ভর্তিচ্ছু আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ভর্তির ফলাফল প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের দুটি বিভাগ ইন্টারনেট অব থিংস এবং আইসিটি ইন এডুকেশন বিভাগে ৫০ জন করে মোট ১০০ জন শিক্ষার্থী ভর্তির জন্য মনোনীত হয়েছে।তারমধ্যে দুটি বিভাগে মুক্তিযোদ্ধা কোটায় ০৪ (চার)জন এবং উপজাতী কোটায় ০২ (দুই) জন শিক্ষার্থীও রয়েছে। Bangabandhu Sheikh Mujibur Rahman Digital University Admission Notice 2021

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group