ভর্তি তথ্যভর্তি রেজাল্ট

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল ২০২০

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল ২০২০। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তিযুদ্ধ শুক্রবার শুরু হচ্ছে। এদিন সকাল ১০টায় ‘এ’ ইউনিট, বিকেল ৩টায় ‘বি’ ইউনিট এবং পরদিন ৯ নভেম্বর সকাল ১০টায় ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ নিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করাসহ বিবিধ প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

কুবির তিন ইউনিট পরীক্ষা শেষে একত্রে রেজাল্ট ঘোষণা করা হবে আগামী ১২ নভেম্বর (মঙ্গলবার)। ভর্তি পরীক্ষা কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।

এবার প্রতি আসনে লড়বে ৬৫ জন শিক্ষার্থী। মোট ১ হাজার ৪০টি আসনের বিপরীতে আবেদন করেছে ৬৮ হাজার ৭৭ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। আবেদনকারীদের মধ্যে ‘এ’ ইউনিটে ২৬ হাজার ৯৭৫ জন, ‘বি’ ইউনিটে ২৮ হাজার ২৯৫ জন ও ‘সি’ ইউনিটে ১২ হাজার ৮০৭ জন শিক্ষার্থী আবেদন করেছে।

‘এ’ ইউনিটে আসন সংখ্যা ৩৫০। প্রতি আসনের জন্য লড়াই করবে ৭৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। ‘বি’ ইউনিটে ৪৫০ টি আসনের বিপরীতে প্রতি আসনে ৬৩ জন এবং ‘সি’ ইউনিটে ২৪০ টি আসনের জন্য প্রতি আসনে ৫৩ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। কুবির ভর্তি পরীক্ষার ফলাফল ১২ নভেম্বর

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ফলাফল অনলাইনে দেখতে https://cou.ac.bd/undergraduate_admissionresult

কুবি ভর্তি পরীক্ষার আসন বিন্যাস অনুযায়ী, ‘এ’ ইউনিট ২০টি কেন্দ্রে, ‘বি’ ইউনিট ১৮টি কেন্দ্রে ও ‘সি’ ইউনিটের পরীক্ষা ৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এদিকে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার একটি কেন্দ্র পরিবর্তন করা হয়েছে। প্রবেশপত্রে উল্লেখিত ‘কুমিল্লা পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়’ কেন্দ্রের পরিবর্তে পরীক্ষাটি ‘বর্ডার গার্ড পাবলিক স্কুল, কোটবাড়ি, কুমিল্লা’ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

এ ব্যাপারে ভর্তি পরীক্ষা কমিটির ‘বি’ ইউনিটের আহ্বায়ক অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, ‘পরিবর্তিত কেন্দ্রে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে কল ও মেসেজ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় জায়গায় ব্যানারও টানানো হয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনিকভাবে আমরা প্রস্তুত।’

ভর্তি সংক্রান্ত সব তথ্য বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে জানা যাবে। এছাড়া হেল্পলাইন নাম্বারের (০১৫৫৭ ৩৩০৩৮১-৮২) মাধ্যমেও ভর্তি পরীক্ষা সংক্রান্ত সবধরণের তথ্য পাওয়া যাবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group