জাতীয় বিশ্ববিদ্যালয়ভর্তি তথ্যভর্তি রেজাল্ট

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তি ফলাফল ২০২৩ NU Masters Admission

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তি ফলাফল ২০২০-২০২১ সেশন National University Masters (Regular) Admission 1st Merit List 2023 Published প্রকাশিত হয়েছে। আজকে মার্স্টাস ভর্তি নিয়ে আলোচনা করা হবে। National University Masters Admission Result 2023 জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামের ভর্তি কার্যক্রম অনলাইনে প্রাথমিক আবেদন আগামী ২৩ নভেম্বর থেকে শুরু হবে এবং অনলাইন আবেদন শেষ হবে ৪ ডিসেম্বর ২০২৩ইং তারিখে।

১। NU মাস্টার্স শেষ পর্ব (নিয়মিত) কোর্সে ভর্তির জন্য আবেদনের যোগ্যতা :
ক) জাতীয় বিশ্ববিদ্যালয় হতে ২০১৯/ ২০২০ সালে স্নাতক (সম্মান) পরীক্ষায় পাস ডিগ্রী প্রাপ্ত ছাত্র-ছাত্রীরা মাস্টার্স শেষ পর্ব (নিয়মিত) কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

খ) ভর্তিচ্ছুক ছাত্র-ছাত্রীদের এস এস সি; এইচ এস সি ও স্নাতক (পাস)/ স্নাতক (সম্মান) পরীক্ষায় যে কোন একটিতে কমপক্ষে দ্বিতীয় বিভাগ/GPA-2/C Grade থাকতে হবে। সংশ্লিষ্ট/সমগোত্রীয় বিষয়ে নূন্যতম ৪০% নম্বর থাকতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ভর্তি ফলাফল — 12 December প্রকাশিত

২০২১-২০২২ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তি ফলাফল ২০২৩ NU Masters Admission Merit List Result

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ভর্তির মেধা তালিকা 2023 নোটিশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তি ফলাফল ২০২৩ NU Masters Admission Merit List Result

NU Masters Admission Merit List Resultজাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ভর্তির আবেদন 2022 বিজ্ঞপ্তিজাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তি ফলাফল ২০২১

 

২। মাস্টার্স (নিয়মিত) কোর্সে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদনের নিয়মাবলী ও সময়সূচী :

ক) মাস্টার্স (নিয়মিত) কোর্সে আবেদনের জন্য প্রার্থী উল্লিখিত ওয়েব সাইটে www.nuac.bd ফরম পূরণ করে প্রিণ্ট আউট সংগ্রহ করবে। অনলাইন আবেদনে কোন ধরনের ভুল তথ্য উপস্থাপন করলে আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে।

গ) প্রাথমিক আবেদন ফরমের ৩টি অংশ থাকবে; যার প্রথম অংশ বিশ্ববিদ্যালয়ের, দ্বিতীয় অংশ কলেজের এবং তৃতীয় অংশ
আবেদনকারীর। আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে প্রার্থীর সদ্য তোলা ৩ (তিন)টি পাসপোর্ট আকারের সত্যায়িত রঙ্গিন ছবি সংযুক্ত করতে হবে।
ঘ) আবেদনকারী প্রিণ্ট আউটকৃত ফরম ও আবেদন ফি বাবদ ৩০০/- টাকা সংশ্লিষ্ট কলেজে জমা দিয়ে নিজের অংশ গ্রহন করবে।
৩। কলেজে ভর্তি ফি জমা নেয়ার পর আবেদনকারীদের ডাটা অনলাইনে প্রেরণ করবে। অনলাইনে ডাটা প্রেরণের শেষ তারিখ ২৩/১১/২০১৯
প্রাথমিক আবেদনের সময়সূচী :
ক) অনলাইনে প্রাথমিক আবেদন করার তারিখ : ১১/১১/২০১৯ তারিখ হতে ২১/১১/২০১৯ পর্যন্ত
খ) প্রিণ্ট আউটকৃত ফরম, প্রয়োজনীয় কাগজপত্র ও নির্ধারিত ফিসহ সংশ্লিষ্ট কলেজে জমা দেয়ার শেষ তারিখ : ২৩/১১/২০১৯

৪। মাস্টার্স (নিয়মিত) কোর্সে ভর্তির অনলাইনে পূরণকৃত ফরম বাবদ আবেদনকারীর নিকট থেকে প্রাপ্ত নির্ধারিত ৩০০/-(দুইশত পঞ্চাশ) টাকার জনপ্রতি সোনালী ব্যাংক, ব্যাংক ড্রাফট করতে হবে।

৫। মেধাতালিকা প্রকাশ করার তারিখ: 06 November 2022

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ভর্তি রেজাল্ট চেক লিংক-http://app5.nu.edu.bd/nu-web/msapplicant/applicantLogin.action?degreeName=Postgraduate

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ভর্তি ফলাফল মেসেজে দেখার নিয়ম NU <Space> ATMF <Space> Admission Roll and Send to 16222 Number

মাস্টার্স ১ম পর্ব (নিয়মিত) কোর্সের অন্তর্ভূক্ত বিষয়সমূহ :

এম এ
:
বাংলা, ইংরেজি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইসলামী শিক্ষা, ইতিহাস, দর্শন, সংস্কৃত, গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান, পালি এবং আরবী।
এম এস এস
:
অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম
এম বি এস
:
হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিং এবং ফিন্যান্স
এম এস সি
:
গণিত, উদ্ভিদবিজ্ঞান, প্রাণিবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ণ, প্রাণ রসায়ণ, পরিসংখ্যান, মৃত্তিকাবিজ্ঞান, ভূগোল, গার্হস্থ্য অর্থনীতি এবং মনোবিজ্ঞান।

৮। মেধাতালিকায় স্থান প্রাপ্তদের চূড়ান্ত আবেদনের সময়সীমা :
ক) অনলাইনে চূড়ান্ত আবেদন করার তারিখ :
খ) চূড়ান্ত আবেদন ফরম, প্রয়োজনীয় কাগজপত্র ও রেজিস্টেশন ফি সহ সংশ্লিষ্ট কলেজে জমা দেয়ার শেষ তারিখ:
গ) ছাত্র প্রতি ৪৫০/-(চারশত পঞ্চাশ) টাকা হারে রেজিস্ট্রেশন ফিসের ডি ডি করার শেষ তারিখ :
ঘ) কলেজ কর্তৃক বিশ্ববিদ্যালয়ের অংশ, ভর্তবিবরণী , প্রয়োজনীয় কাগজপত্র ও রেজিস্ট্রেশন ফিস সহ সংশ্লিষ্ট দপ্তরে জমা
দেয়ার শেষ তারিখ: NU Masters Admission

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group