উন্মুক্ত বিশ্ববিদ্যালয়বিশ্ববিদ্যালয় ভর্তিভর্তি তথ্যভর্তি রেজাল্ট

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এমবিএ ভর্তির বিজ্ঞপ্তি ২০২০ প্রকাশ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এমবিএ ভর্তি বিজ্ঞপ্তি ২০২০ প্রকাশ করেছে। বাউবি জুলাই-ডিসেম্বর টার্ম আবেদন শুরু ১৮ জুন থেকে চলবে ১৮ জুলাই পর্যন্ত। আবেদন ফি ১ হাজার টাকা।গতাকাল ১৮ জুন এই বাউবি এমবিএ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়।Bangladesh Open University Bou MBA Admission Notice 2019

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এমবিএ ভর্তি /বাউবি’র MBA (ইভিনিং) কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি:

(ভর্তি চলছে !!!)
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর স্কুল অব বিজনেস পরিচালিত এম বি এ ইভিনিং প্রোগ্রামে সামার-২০১৬ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাউবি পরিচালিত এ প্রোগ্রামটি অত্যন্ত মর্যাদাপূর্ণ ও গুরুত্বপূর্ণ। কোর্সের সকল ক্লাস ঢাকা বিশ্ববিদ্যালয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রথিতযশা প্রফেসরবৃন্দ নিয়ে থাকেন।

শীতাতপ নিয়ন্ত্রিত ও ডিজিটাল ক্লাসরুম। যারা উন্নত জীবনের স্বপ্ন দেখেন, কর্মস্থলে উন্নতি করতে চান। তারা এ কোর্সটি করতে পারেন। সরকারি/বেসরকারি পর্যায়ের উচ্চ পদস্থ কর্মকর্তা/নির্বাহীগণ অগ্রাধিকার পাবেন। বাউবি হতে স্নাতক পাস শিক্ষার্থীদের জন্যও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এমবিএ কোর্সটি উন্মুক্ত।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এমবিএ ভর্তি 2020

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এমবিএ ভর্তি 2019

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০১৮-২০১৯
✪ কোর্সের মেয়াদ: ২ বছর।
✪ সেমিস্টার সংখ্যাঃ ৬ (৪ মাস মেয়াদী)
✪ ভর্তির যোগ্যতা: স্নাতক পর্যায়ে ন্যূনতম সিজিপিএ ২.৫/ ২য় শ্রেণি

মানবিক,সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষাসহ যে কোন বিষয়ে স্নাতক অথবা স্নাতকক্তোর ডিগ্রিধারী শিক্ষার্থীগণ এমবিএ প্রোগ্রামে ভর্তির যোগ্য বলে বিবোচিত হবেন সেক্ষেত্রে নূন্যতম ৮ পয়েন্ট থাকতে হবে এবং ভাইভা পরীক্ষায় নূন্যতম ২ নম্বর পেতে হবে।

➪ ভর্তি আবেদন ফরম ফি: ১০০০ টাকা
➪ ভর্তি ফি: ১০,০০০ টাকা।
➪ রেজিস্ট্রেশন ফি: ১০০০ টাকা (প্রতি সেমিস্টার)
➪ কোর্স ফিঃ ৬০০০ টাকা ।(প্রতি কোর্স)
➪ মোট কোর্স সংখ্যাঃ ২০টি। (৩+৩+৩+৩+৪+৪)।
✪ টিউটোরিয়াল ক্লাসঃ বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার।
✪ স্টাডি সেন্টারঃ বাউবির গাজীপুর ও ঢাকা ক্যাম্পাস।
আবেদনপত্র সংগ্রহ ও জমা দানের তারিখ:  ১ জুলাই ২০১৯ ইংহতে ২২ আগষ্ট পর্যন্ত।
মৌখিক পরীক্ষাঃ ১৯ জুলাই ২০১৯ সকাল ১০.০০ টা (গাজীপুর) এবং২০ জুলাই ২০১৯ সকাল ১০.০০ টা (ঢাকা)
* মৌখিক স্থানঃ নিজ নিজ আঞ্চলিক কেন্দ্র( যেই কেন্দ্রে অপশন দিয়েছেন)
✪ যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশঃ ২২ জুলাই ২০১৯, সোমবার
✪ অরিয়েন্টেশন প্রোগ্রামঃ জুলাই ২০১৯
✪ ক্লাস শুরু : জুলাই ২০১৯
বিলম্ব ফিসহ ভর্তিঃ ৬ থেকে ২০ আগষ্ট ২০১৯ পর্যন্ত।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় খরচ: কোর্স সম্পন্ন করতে সর্বমোট খরচ পড়বে ০১ লক্ষ ৩৬ হাজার টাকা।
✪ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মাস্টার্স ভর্তি ২০১৮-২০১৯/ ভর্তি ফরম ও আবেদন সংক্রান্ত নিয়মাবলিঃ
বাউবির ওয়েব সাইড অথবা ঢাকা আঞ্চলিক কেন্দ্র বা গাজীপুর ক্যাম্পাস হতে ফরম সংগ্রহ করা যাবে। ফরমের সাথে জনতা ব্যাংক, বাউবি ক্যাম্পাস শাখা, গাজীপুরের অনুকুলে ১০০০/ টাকা ফি জমা দিয়ে রসিদের কপি সংযুক্ত করতে হবে।

একাউন্ট নম্বর Evening MBA Central A/C No. 090303310033888.
এছাড়া পূরণকৃত ফরমের সাথে ৪ কপি সত্যায়িত ছবি, মার্কশীট ও সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।
✪ বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন:
গাজীপুর ক্যাম্পাসঃ 9291109/ 09666730730/635 ও ঢাকা ক্যাম্পাসঃ 01711905175

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group