জাতীয় বিশ্ববিদ্যালয়বিশ্ববিদ্যালয় ভর্তিভর্তি তথ্যভর্তি রেজাল্ট

জাতীয় বিশ্ববিদ্যালয় ডিপ্লোমা ইন লাইব্রেরি এন্ড ইনফরমেশন সায়েন্স ভর্তি বিজ্ঞপ্তি ফলাফল 2024

জাতীয় বিশ্ববিদ্যালয় এর অধিভুক্ত প্রফেশনাল কলেজে লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা ভর্তি বিজ্ঞপ্তি ফলাফল 2024 প্রকাশিত হয়েছে। দেশে সরকারি-বেসরকারি অনেক প্রতিষ্ঠানেই এখন ছোট-বড় গ্রন্থাগার বা আর্কাইভ আছে। গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান সার্টিফিকেট কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি বিশেষ করে বিভিন্ন স্কুল-কলেজে এসব গ্রন্থাগারের সংখ্যা বেশি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এক বছরের ডিপ্লোমা ইন লাইব্রেরি এন্ড ইনফরমেশন সায়েন্স কোর্স প্রোগামে ভর্তি নোটিশ প্রকাশিত।

সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্সগুলো

National University NU Postgraduate Diploma in Library & Information Science admission Circular Result 2023-2024 Session Has Been Published On the Daily Result BD Website.

NU Profession Course Online Apply Start date 11th September 2024

Online Application End date 30th October 2024

Admission Result Publish Date October 2024.

Online Apply Fees 300/- Taka Only.

ডিপ্লোমা ইন লাইব্রেরি এন্ড ইনফরমেশন সায়েন্স ভর্তি বিজ্ঞপ্তি ফলাফল 2024

ডিপ্লোমা ইন লাইব্রেরি এন্ড ইনফরমেশন সায়েন্স ভর্তি বিজ্ঞপ্তি ফলাফল 2022

ডিপ্লোমা (পিজিডি) ইন লাইব্রেরি এন্ড ইনফরমেশন সায়েন্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২২

 

লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা College List

লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা ভর্তি বিজ্ঞপ্তি 2019

আবেদন-প্রক্রিয়া ও শিক্ষাগত যোগ্যতা

আইএলআইএসের গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানের সার্টিফিকেট কোর্সটি করতে হলে আবেদনকারীকে আইএলআইএসের ঢাকা অফিস বা দেশের বিভিন্ন জেলায় অবস্থিত অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ করে যথাযথভাবে পূরণের পর ছবি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ তা জমা দিতে হবে। গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানের সার্টিফিকেট কোর্সটি করতে আবেদনকারীকে অবশ্যই এইচএসসি পাস হতে হবে। আর ডিপ্লোমা ইন লাইব্রেরি সায়েেন্সর জন্য স্নাতক পাস লাগবে।

যেসব বিষয় পড়ানো হয়
গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান সার্টিফিকেট কোর্সটিতে মোট আটটি বিষয় পড়ানো হয়। এগুলো হলো: লাইব্রেরি হিস্ট্রি অ্যান্ড ম্যানেজমেন্ট, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সার্ভিস সেন্টার ম্যানেজমেন্ট, ইনফরমেশন সোর্সেস অ্যান্ড রেফারেন্স সার্ভিস, অর্গানাইজেশন অব লাইব্রেরি ম্যাটেরিয়ালস-

১ (তাত্ত্বিক), অর্গানাইজেশন অব লাইব্রেরি ম্যাটেরিয়ালস-১ (ব্যবহারিক), অর্গানাইজেশন অব লাইব্রেরি ম্যাটেরিয়ালস-

২ (তাত্ত্বিক), অর্গানাইজেশন অব লাইব্রেরি ম্যাটেরিয়ালস-২ (ব্যবহারিক) ও ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস।

মোট ৭০০ নম্বরের পরীক্ষা দিতে হয়। আর এসব বিষয়ে ক্লাস নেন দেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার পেশায় নিয়োজিত জ্যেষ্ঠ ব্যক্তিরা। প্রতি শুক্র ও শনিবার বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ক্লাস চলে।

আবেদন যোগ্যতাঃ

ডিপ্লোমা ইন লাইব্রেরি এন্ড ইনফরমেশন ভর্তি বিজ্ঞপ্তি ফলাফল 2020

কাজের ক্ষেত্র ও খরচ
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের গ্রন্থাগারগুলোয় চাহিদার তুলনায় লোকের ঘাটতি রয়েছে এসব কোর্স করলে কাউকে বসে থাকতে হয় না। এ ছাড়া গণগ্রন্থাগারিক অধিদপ্তরের জেলা পর্যায়ে যত লাইব্রেরি আছে, সেখানে তাঁরা কাজ করার বেশ সুযোগ পান। অর্থাৎ, যেখানেই লাইব্রেরি আছে, সেখানেই গ্রন্থাগারিকের কাজের সুযোগ সৃষ্টি হচ্ছে। আর এই কোর্স করতে ফি লাগবে ১০ হাজার টাকা।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে লাইব্রেরি ডিপ্লোমা কোর্সে নিম্নোক্ত কলেজসমূহে শিক্ষার্থী ভর্তি চলছে, অনলাইনে আবেদনের শেষ তারিখ ১২ আগস্ট।

১. ড. এম মিজানুর রহমান প্রফেশনাল কলেজ, কলেজ কোড-৬৬১১।
৩ মেইন রড (বেড়িবাঁধ), আদাবর ঢাকা উদ্যান, মোহাম্মদপুর ঢাকা-১২০৭। ফোন-০১৬১১-০২০২৬৬, ০১৮৪১-০২০২৬৬
https://www.facebook.com/drmmrpc/, www.drmmrpc.edu.bd, E-mail: drmmrpc@gmail.com

২. হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশন, কলেজ কোড-৩৯২৪, হাজীগঞ্জ চাঁদপুর।
মোবাইল: ০১৮১৪-৩৮৫১৯১, ০১৭৮৩৭০৩০৬৫। hicehajigonj@gmail.com

৩. কলেজ অব এডুকেশন, সাতক্ষীরা। কলেজ কোড-০২৬৭, সাতক্ষীরা সদর উপজেলা সংলগ্ন, সাতক্ষীরা।
মোবাইল: ০১৯২৩-৫৭২৫৪৩, ০১৭৫১-৩৮০১৮৮ E-mai: collegeofeducationsatkhira@gmail.com

৪. ইনস্টিটিউট ফর লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন স্টাডিজ (ইলিশ) রাজশাহী, কলেজ কোড-২৫৭৮, তালাইমারী রাজশাহী। মোবাইল: ০১৭৯৩-৯০২০২০।

৫. বগুড়া লাইব্রেরি সায়েন্স কলেজ, বগুড়া, কলেজ কোড-২৭৫৪ (সুলতানগঞ্জ স্কুলের পাশে) বনানী মোড়, বগুড়া।
মোবাইল: ০১৭১২-১২৮৮৬৮, ০১৭১১-৩৬৩৫২৮।

৬. ইনস্টিটিউট অব প্রফেশনাল এডুকেশন, কুমিল্লা-৩৭৮২। ঠিকানা: আহমেদ নগর, কুমিল্লা সদর দক্ষিণ, উপজেলা কুমিল্লা উপজেলা কুমিল্লা সদর দক্ষিণ –৩৫০০।
ফোন: ০১৭১৪ ৪৫৫ ৪৮১, ০১৫৫৮ ৭৬৯৪৪৮ E-mail: ipe.comilla69@gmail.com

৭. উপমা ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনালাজি, কলেজ কোড-৩২৫৩, রংপুর, কলেজ রোড, মর্ডান মোড়, ক্যাডেট কলেজ, মহানগর, রংপুর।
মোবাইল: ০১৭৩৭-১১৩২৩৩।

৮. গাজীপুর লাইব্রেরি সায়েন্স অ্যান্ড প্রফেশনাল ইনস্টিটিউট, কলেজ কোড-৫৫৩৫, টাঙ্গাইল রোড, চৌরাস্তা, গাজীপুর।
মোবাইল: ০১৯১৬-৬৮৮৬৩৩।

১০. মডার্ন ইনস্টিটিউট অব লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স (MILIS)-জয়পুরহাট-২৮২১ হাউজিং স্টেট, জয়পুরহাট সদর-৫৯০০।
মোবাইল- ০১৭১৬ ৬৪৪৮৩৭, ০১৭১৪ ৬৭৬৫৫২

১১. ইনস্টিটিউট অব লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, (ইলিশ)- মাদারীপুর।
মোবাইল: অধ্যক্ষ- ০১৭১৬৭৭১৮০৮, ঠিকানা: নতুন শহর, মাদারীপুর-৭৯০০। Email: s985855@yahoo.com

১২. জাস ইনস্টিটিউট, সিলেট-১৭৪১। ঠিকানা: ৭ম তলা, আনন্দ টাওয়ার, জেল রোড, সিলেট ৩১০০।
মোবাইল অধ্যক্ষ ০১৭১৬৪৬৭৪১৪, ০১৯১২৮২০৩৭২ Email: zaass.institute@gmail.com

১৩. এস এফ গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান কলেজ, কলেজ কোড-৩৪৬০, বড়ামাগুড়া (নয়াপাড়া) নবাবগঞ্জ, দিনাজপুর।
মোবাইল: ০১৭৫৪-১৬৫৪০০।

বিস্তারিত জানতে
গ্রন্থাগারিক ও তথ্যবিজ্ঞানের সার্টিফিকেট কোর্সে ভর্তি ও অন্য যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন।
ইনস্টিটিউট অব লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স
নীলক্ষেত হাইস্কুল ভবন (৩য় তলা)
ঢাকা ১০০০, ওয়েবসাইট www.lab.org.bd মোবাইল: ০১৯৭৩০২০২৬৬
।ময়মনসিংহ: ০১৭১৮০৮৪৮৩২

বরিশাল: ০১৭১১৩৮১৮১০
চট্টগ্রাম: ০১৬৮২২২০০৯০
রাজশাহী: ০১৫৫৬৩০১৬০০
নরসিংদী: ০১৭১৫৬২১৯০৯
খুলনা: ০১৯১১০৪০৬৩৪ ও
যশোর: ০১৭১৮৪০৪৫৫০

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স প্রফেশনাল কোর্সসমূহঃ
এল এল বি ১ম পর্ব
পোষ্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন জার্ণালিজম
ডিপ্লোমা ইন লাইব্রেরী এন্ড ইনফরমেশন সায়েন্স
এমএসসি ইন কম্পিউটার সায়েন্স
মাস্টার অব বিজনেস্ এ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ)
এম বি এ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং
মাস্টার্স ইন অ্যাপ্লাইড ক্রিমিনোলজি এন্ড পুলিশ ম্যানেজমেন্ট
পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন স্পোর্টস সায়েন্স
পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ফটোগ্রাফী
পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন মিউজিক
পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন থিয়েটার স্টাডিজ
পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ফারায় সায়েন্স এন্ড টেকনোলজি

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group