ভর্তি তথ্যভর্তি রেজাল্ট

পলিটেকনিক ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ Polytechnic Admission

পলিটেকনিক শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে Polytechnic Diploma Admission। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আওতাধীন বোর্ড সকল সরকারি টেকনিক্যাল স্কুল কলেজ ও পলিটেকনিক ইনিস্টিটিউটগুলোতে চার (৪) বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-ট্যুরিজম এন্ড হসপিটালিটি কোর্সে ১ম ও ২য় শিফটে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি ২০২২-২০২৩ প্রকাশ হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ১৩/১২/২০২২ তারিখ হতে ২৭/১২/২০২২ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

আবেদন ফরম পূরণের ন্যূনতম এক ঘণ্টা পূর্বে টেলিটক/রকেট/শিউরক্যাশ এর মাধ্যমে ১ম ও ২য় শিফটের যে কোন এক শিফটের জন্য আবেদন ফি বাবদ ১৫০.০০ (একশত পঞ্চাশ টাকা ) অথবা উভয় শিফটে আবেদনের জন্য আবেদন ফি বাবদ ৩০০.০০ (তিনশত টাকা) আবেদন ফি জমা দিতে হয়।

ভর্তি আবেদনের যোগ্যতাঃ

২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে পাসকৃত এস.এস.সি./সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং ছেলেদের ক্ষেত্রে সাধারণ গণিত বা উচ্চতর গণিতে জি.পি.এ. ৩.০০ সহ ন্যূনতম ৩.৫০ জি.পি.এ. প্রাপ্ত শিক্ষার্থীরা এবং মেয়েদের ভর্তির ক্ষেত্রে সাধারণ গণিত বা উচ্চতর গণিতে কমপক্ষে জি.পি.এ. ৩.০০ সহ ন্যূনতম ৩.০০ জি.পি.এ. প্রাপ্ত শিক্ষার্থীরা এবং ‘ও’ লেভেলে যে কোন একটি বিষয়ে ‘সি” গ্রেড এবং গণিতসহ অন্য যে কোন দুটি বিষয়ে কমপক্ষে ‘ডি’ গ্রেডে উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
এস.এস.সি.সহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত ০২ (দুই) বছর মেয়াদী ট্রেড কোর্স পাস প্রার্থীরাও আবেদন করতে পারবে। তবে আবেদন ফরম জমা দেওয়ার শেষ তারিখে প্রার্থীর বয়স অনুর্ধ্ব ২২ বছর হতে হবে।

ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখ সমূহঃ
অন-লাইনে আবেদনের সময়সীমাঃ ১৩/১২/২০২২ হতে ২৭/১২/২০২২ (রাত ১১:৫৯ টা পর্যন্ত)
মেধা তালিকার ফলাফল প্রকাশ (SMS এর মাধ্যমে ও ওয়েবসাইটে): ১৫/০৬/২০১৯
মূল মেধাতালিকা হতে ভর্তির সময়সীমাঃ ১৬/০৬/২০১৯ থেকে ২৫/০৬/২০১৯ পর্যন্ত
১ম অপেক্ষমান তালিকার ফলাফল প্রকাশ (SMS এর মাধ্যমে ও ওয়েবসাইটে): -/০৬/২০১৯
১ম অপেক্ষমান তালিকা হতে ভর্তির সময়সীমাঃ ২৯/০৬/২০১৯ থেকে ২৫/০৭/২০১৯ পর্যন্ত
২য় অপেক্ষমাণ তালিকা প্রকাশঃ -/-/২০১৯
২য় অপেক্ষমান তালিকা হতে ভর্তির সময়সীমাঃ -/-/২০১৯ থেকে -/-/২০১৯
ক্লাশ শুরুর তারিখঃ ১১/০৮/২০১৯

মেধা তালিকা ও সকল অপেক্ষমাণ তালিকার ফলাফল এই http://btebadmission.gov.bd/ লিঙ্ক থেকে জানা যাবে

ভর্তি সংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে এই লিংকে https://dailyresultbd.com ক্লিক করে ভর্তি বিষয়ক ওয়েবসাইটের http://btebadmission.gov.bd/ নোটিশ বোর্ড দেখুন।

পলিটেকনিক ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ Polytechnic Admission

Polytechnic Diploma Admission

বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি

ভর্তির আবেদন করার পদ্ধতি ও নিয়মাবলী:

ভর্তিচ্ছুক প্রার্থীকে অন-লাইনে ১ম ও ২য় শিফটের যে কোন এক শিফটের জন্য আবেদন ফি বাবদ ১৫০.০০ (একশত পঞ্চাশ টাকা ) অথবা উভয় শিফটে আবেদনের জন্য আবেদন ফি বাবদ ৩০০.০০ (তিনশত টাকা) প্রথমে টেলিটক/রকেট/শিউরক্যাশ এর মাধ্যমে 16222 নম্বরে SMS করে জমা দিতে হবে। অতঃপর এই http://btebadmission.gov.bd লিঙ্ক এ ক্লিক করে নির্ধারিত আবেদন ফরম (Application Form) যথাযথভাবে পূরণ করতে হবে ।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এস.এস.সি. উত্তীর্ণ আবেদনকারীদের নম্বর পত্রের সত্যায়িত কপি ও পাসপোর্ট সাইজের ২ কপি সত্যায়িত রঙ্গীন ছবিসহ নির্ধারিত ফরমে আবেদন পত্র আগামী ১০/০৬/২০১৯ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে কারিগরি শিক্ষা বোর্ডের পুরাতন বিল্ডিংয়ের ৪১২ নং কক্ষে সরাসরি পৌছানো নিশ্চিত করতে হবে। ফরমটি কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (www.btebadmission.gov.bd) থেকে সংগ্রহ করতে হবে। নির্ধারিত সময়ের পরে প্রাপ্ত আবেদন বিবেচ্য হবে না।

সংরক্ষিত কোটার (ভোকেশনাল ও মহিলা কোটা ব্যতিরেকে) আবেদন কারীগণ অন-লাইনে আবেদন করার পরে আবেদনের প্রিন্টকপি ও বিজ্ঞপ্তিতে বর্ণিত সকল কাগজ ১০/০৬/২০১৯ তারিখের মধ্যে ডাকযোগে/সরাসরি অফিস চলাকালীন সময়ে কারিগরি শিক্ষা বোর্ডের পুরাতন বিল্ডিংয়ের ৪১২ নং কক্ষে সরাসরি পৌছানো নিশ্চিত করতে হবে। অন্যথায় তার কোটা বিবেচিত হবে না।
ভর্তির ফরম পূরনের বিস্তারিত নিয়মাবলীসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েব সাইটের পাশাপাশি ডেইলি রেজাল্ট বিডি তেও পাওয়া যাবে।

ফি জমা দেয়ার পদ্ধতিঃ টেলিটকের Prepaid মোবাইল ফোনের মাধ্যমে মেসেজ অপশনে গিয়ে BTAD লিখে, স্পেস দিয়ে শিক্ষাবোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর লিখে, স্পেস দিয়ে এস এস সি (SSC) পরীক্ষার রোল নম্বর লিখে , স্পেস দিয়ে এস. এস. সি. পাশের সন লিখে, স্পেস দিয়ে ভর্তির শিফটের নির্ধারণ অক্ষর লিখে ১৬২২২ নম্বরে এস এম এস (SMS) করতে হবেঃ
উদাহরণঃ BTAD <Space>XXX<Space>YYYYYY<Space>ZZZZ<Space>S
এখানে XXX এর জায়গায় আবেদনকারীর নিজের বোর্ডের নাম লিখতে হবে, ঢাকা বোর্ডের ক্ষেত্রে (DHA), সিলেট এর ক্ষেত্রে (SYL), বরিশালের ক্ষেত্রে (BAR), চট্টগ্রাম এর ক্ষেত্রে (CHI), কুমিল্লা এর ক্ষেত্রে (COM), দিনাজপুর এর ক্ষেত্রে (DIN), যশোর এর ক্ষেত্রে (JES), রাজশাহী এর ক্ষেত্রে (RAJ), মাদ্রাসা এর ক্ষেত্রে (MAD), কারিগরী এর ক্ষেত্রে (BTE), YYYYYY এর জায়গায় আবেদনকারীর নিজের এস এস সি পরীক্ষার রোল নম্বর, ZZZZ এর জায়গায় এস এস সি পাশের সন এবং S-এর স্থলে ১ম শিফট (A), ২য় শিফট (B), উভয় শিফট (C) লিখতে হবে।

SMS –প্রেরণকারী আবেদনের যোগ্য হলে ফিরতি SMS –এ একটি PIN , প্রার্থীর নাম, পিতার নাম এবং পরীক্ষার ফি হিসেবে ১ম ও ২য় শিফটের যে কোন এক শিফটের জন্য আবেদন ফি বাবদ ১৫০.০০ (একশত পঞ্চাশ টাকা ) অথবা উভয় শিফটে আবেদনের জন্য আবেদন ফি বাবদ ৩০০.০০ (তিনশত টাকা) কেটে রাখার সম্মতি চেয়ে ফিরতি SMS দেওয়া হবে। ফিরতি SMS মনোযোগের সাথে দেখে নিয়ে তথ্যাদি সঠিক থাকলে সম্মতি দিতে হবে। সম্মতি দেয়ার জন্য নিম্নোক্ত ভাবে ১৬২২২ নম্বরে SMS পাঠাতে হবে ।

উদাহরণঃ BTAD <Space>YES<Space>PIN<Space>যোগাযোগের Mobile Number
তবে যে কোন অপারেটরের একটি Mobile Number কেবলমাত্র একজন প্রার্থীর যোগাযোগের জন্য ব্যবহার করতে হবে। প্রার্থীকে একটি Money Receipt Number সহ ফিরতি SMS দেয়া হবে।

উল্লেখ্য যে, Money Receipt Number টি নিজ দায়িত্বে সংরক্ষণ করতে হবে এবং Money Receipt Number টি পাওয়ার পরে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। Money Receipt Number ছাড়া কোনক্রমেই আবেদন ফরম পূরণ করা যাবে না।

একটি টেলিটক মোবাইল নম্বর থেকে একাধিক শিক্ষার্থীর আবেদনের ফি জমা দেয়া যাবে । তবে Contact Number টি অবশ্যই আবেদনকারীর নিজের/অভিভাবকের হতে হবে। এই Contact Number টি যে কোন মোবাইল অপারেটর এর হতে পারবে ।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে উত্তীর্ণ কোন শিক্ষার্থীকে তার রোল নম্বর (XX-X-XX-XXX-XXX) আবেদনের রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর হিসেবে ব্যবহার করতে হবে ।

এছাড়াও রকেট ও ও শিওরক্যাশের মাধ্যমে ফি জমা দেওয়া যাবে যার নির্দেশনা এই পোস্টের শেষে প্রদত্ত বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।

আবেদন ফরম পূরণের ধাপঃ

এই http://btebadmission.gov.bd/ লিঙ্কে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য পূরণ করে আবেদন করতে হবে।
মেধাতালিকা প্রণয়নঃ

এসএসসি সমমান পরীক্ষায় পাসের রেজাল্ট, পছন্দের ক্রম, কোটা ও অন্যান্য প্রযোজ্য শর্তের ভিত্তিতে প্রার্থীর মেধা তালিকা প্রণয়ন করা হবে।

আপেক্ষমান তালিকা প্রণয়নঃ

মোট আসন সংখ্যা অনুযায়ী মেধা, পছন্দের ক্রম ও কোটা ভিত্তিক তালিকা প্রণয়নের পাশাপাশি একটি অপেক্ষমাণ তালিকা প্রণয়ন করা হবে।
মেধাক্রম অনুযায়ী ভর্তিকৃত প্রার্থী পছন্দের ক্রমানুসারে প্রতিষ্ঠান-টেকনোলজি ভিত্তিক মাইগ্রেশনের সুযোগ পাবে।
মেধা তালিকা অনুযায়ী ভর্তির সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর প্রতিষ্ঠান/টেকনোলজি ভিত্তিক শূন্য আসনে অপেক্ষমান তালিকা হতে মেধা, পছন্দের ক্রম ও কোটার ক্রমানুসারে ভর্তি করা হবে।

ভর্তির ফলাফলঃ

১৫/০৬/২০১৯ তারিখে ফলাফল প্রকাশ করা হবে। প্রকাশ হওয়ার পর ফলাফল এই http://btebadmission.gov.bd/ লিঙ্ক থেকে জানা যাবে।

বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট এর আসন সংখ্যা ও বিষয় তালিকা
পলিটেকনিক/সমমান শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ভর্তির ফলাফল ১৫ জুন ২০১৯ প্রকাশ করা হবে। কারিগরি শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটের পাশাপাশি আপনাদের সুবিধার্থে উক্ত ফলাফল ডেইলি রেজাল্ট বিডি থেকেও জানা যাবে। এছাড়া ভর্তির জন্য আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরে ফল পাওয়া যাবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group