ভর্তি তথ্যশিক্ষা খবর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে হবে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে হবে।রাবির ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন চলবে ২৫ মে থেকে ৯ জুন পর্যন্ত। এবার প্রাথমিক আবেদন ফি ৫৫ টাকা। এ ছাড়া বাছাইকৃত শিক্ষার্থীদের আবেদন ১৫ জুন থেকে ২৮ জুন পর্যন্ত চলবে। তাঁদের সার্ভিসচার্জসহ ১১০০ টাকা ফি দিতে হবে। আগামী ২৫ জুলাই ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) মাধ্যমে ভর্তি পরীক্ষা শুরু হবে। পরদিন ২৬ জুলাই ‘এ’ ইউনিটের (মানবিক) ও ২৭ জুলাই ‘বি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষার মাধ্যমে এ কার্যক্রম শেষ হবে। ৮০টি বহুনির্বাচনি প্রশ্নে বিপরীতে নম্বর থাকবে ১০০। পাঁচটি ভুল উত্তরের জন্য কাটা যাবে ১ নম্বর। ভর্তি পরীক্ষায় ৪০ নম্বর পেলে পাস করতে পারবেন শিক্ষার্থীরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ সালের ভর্তি পরীক্ষায় প্রশ্ন করা হবে সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে। রোববার (১৭ এপ্রিল) সন্ধ্যায় রাবির একাডেমিক শাখার প্রধান এ এইচ এম আসলাম হোসাইন এ তথ্য জানিয়েছেন।এইচএসসি পরীক্ষা যে সংক্ষিপ্ত সিলেবাসে হয়েছে, তার আলোকে ভর্তি পরীক্ষার প্রশ্ন হবে। গত ১১ এপ্রিল ভর্তি কমিটির সভায় এটি অনুমোদন হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী, ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় যে সিলেবাস অনুসরণ করা হয়েছে, তার আলোকেই রাবির ২০২১-২২ সালের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

The admission test to Rajshahi University will be in a short syllabus. Preliminary application for the RBI admission test will run from 25 May to 9 June. This time the initial application fee is 55 rupees. In addition, the application of selected students will run from 15 June to 26 June. They have to pay a fee of 1100 rupees including the service charge. The admission test will start on 25th July through the ‘C’ unit (science). The next day, on July 26, the ‘A’ unit (humanities) and on July 26, the ‘B’ unit (commerce) will end the examination. In 60 multiple choice questions, the opposite number will be 100. Number 1 can be deducted for five wrong answers. Students will be able to pass the admission test if they get 40 marks.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group