৭ কলেজ

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত সরকারি কলেজের ভর্তি পরীক্ষা ১০ মে

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত সরকারি কলেজের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১০ মে অনুষ্ঠিত হবে। আগামী ১ অক্টোবর পরীক্ষা শুরুর কথা থাকলেও সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে কর্তৃপক্ষ।

মবৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত ভর্তি কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।।

বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেছেন সাত কলেজের প্রধান সমন্বয়কারী ও ঢাবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ১ অক্টোবর থেকে শুরু হওয়ায় অধিভুক্ত সাত কলেজের ভর্তি পরীক্ষা ওইদিন থেকে শুরু করা সম্ভব হচ্ছে না। আগামী ১০ মে বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষার মধ্য অধিভুক্ত সরকারি সাত কলেজের ভর্তি পরীক্ষা শুরু হবে।

অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল আরও বলেন, অধিভুক্ত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩০ অক্টোবর। আর বাণিজ্য অনুষিদের ভর্তি পরীক্ষা হবে ৫ নভেম্বর। Dhaka University affiliated seven government colleges 2020-21 academic year graduation (honors) first year admission test will be held on October 29

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group