৭ কলেজ

সাত কলেজে সব ধরনের বর্ধিত ফি প্রত্যাহারের দাবি

সাত কলেজে সব ধরনের বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও মিছিল করেছে সাতটি কলেজের সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের শাখা।

মঙ্গলবার (৯ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। এ সময় করোনাকালীন ক্লাস বা অ্যাসাইনমেন্টের জন্য নন কলেজিয়েট ফি এবং ইম্প্রুভমেন্ট পরীক্ষার ফি বাতিল করার দাবিও জানান তারা।

মানববন্ধনে সংগঠনটির সভাপতি আল কাদেরী জয় বলেন, ‘আজকের মানববন্ধন থেকে আমরা সাত কলেজের সব ধরনের বর্ধিত ফি অবৈধ ঘোষণা করছি। আর এই অবৈধ টাকা নেওয়ার কোনও অধিকার সাত কলেজের প্রশাসনের নেই। তাই আমরা অবিলম্বে সব ধরনের বর্ধিত ফি প্রত্যাহারের দাবি জানাচ্ছি ‘

এই ছাত্রনেতা আরও বলেন, ‘এই সরকারের কাছ থেকে আমাদের তেমন কিছু পাওয়ার নেই। কিন্তু আমরা বলতে চাই, ছাত্রদের জীবন নিয়ে ছিনিমিনি খেলবেন না। সাত কলেজের শিক্ষার্থীদের যে অধিকার তা আপনারা পূরণ করুন।’

সংগঠনটির তিতুমীর কলেজ শাখার সদস্যসচিব আনারুল ইসলামের সভাপতিত্বে ছাত্রফ্রন্টের ঢাকা মহানগর শাখার সভাপতি মুক্তা বাড়ুই ও সাধারণ সম্পাদক অনিক কুমার দাসসহ প্রমুখ বক্তব্য দেন।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group