৭ কলেজভর্তি রেজাল্ট

ঢাবির অধিভুক্ত ৭ কলেজের বানিজ্য ইউনিট ভর্তি ফলাফল ২০১৯-২০২০

ঢাবির অধিভুক্ত ৭ কলেজের বানিজ্য ইউনিট ভর্তি ফলাফল ২০১৯-২০২০ সেশন প্রকাশিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে বাণিজ্য ইউনিটে প্রথম অপেক্ষমান তালিকার ফলাফল প্রকাশ করা হয়েছে এবং আগামী ২৪/১২/২০১৯ তারিখ বিকাল ৫: ০০ টার মধ্যে “SIF FORM ” পূরণ ও অনলাইনের মাধ্যমে টাকা জমা দিতে হবে।

♦ যারা মনোনীত হয়েছেন তারা এপ্লিকেশন আইডি ও মোবাইল নাম্বার দিয়ে ওয়েবসাইটে ঢুকে Admission অপশনে ক্লিক করলে SIF FORM টি পাবেন এবং সেটি পূরন করার পর কত টাকা জমা দিতে হবে, ব্যাংক, বিকাশ বা রকেটে কিভাবে টাকা দিতে হবে সব তথ্য দেয়া থাকবে এবং টাকা পেমেন্ট হয়ে গেলে SIF FORM ও পেস্লিপ প্রিন্ট করতে হবে।

ঢাবির অধিভুক্ত ৭ কলেজের বানিজ্য ইউনিট ভর্তি ফলাফল ২০১৯-২০২০

ঢাবির অধিভুক্ত ৭ কলেজের বানিজ্য ইউনিট ভর্তি ফলাফল ২০১৯-২০২০

♦সাত কলেজ এর বাণিজ্য ইউনিটে ভর্তিকৃত শিক্ষার্থীগণ পেমেন্ট স্লিপ , “SIF FORM ” ও মূল সনদ অথবা মার্কশিট আগামী ৩০/১২/২০১৯ তারিখ থেকে ৩১/১২/২০১৯ তারিখের মধ্যে স্ব – স্ব কলেজের বিভাগে জমা দিয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে অন্যথায় ভর্তি বাতিল বলে গণ্য হবে।

Dhaka University DU 7 College Admission Result Check Link http://7college.du.ac.bd/admission.php অথবা http://7collegedu.com/index.php?act=apply/login

যেসকল কাগজপত্র জমা দিতে হবে ভর্তির সময়।

♦এসএসসি ও এইচএসসি মূল মার্কশীট
♦এসএসসি ও এইচএসসি রেজি কার্ড ফটোকপি
♦SIF FORM ও Payslip
♦ভর্তি পরীক্ষার প্রবেশপত্র
♦অনলাইনে পূরনকৃত ফরম
♦পাসপোর্ট + স্টাম্প সাইজ ছবি

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group