৭ কলেজ

ঢাবি অধিভুক্ত ৭ কলেজের ডিগ্রী পাস ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণ ২০২৩

ঢাবি অধিভুক্ত ৭ কলেজের ডিগ্রী পাস ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণ ২০২৩ । ঢাবি অধিভুক্ত সাত কলেজের ২০১৯ সনের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে , ২০১৯ সনের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষের নিয়মিত , অনিয়মিত, মানোন্নয়ন ও প্রাইভেট পরীক্ষার পরীক্ষার্থীদের আবেদন ফরমপূরণ ও সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষের ডাটা এন্ট্রি ও আনুষঙ্গিক নিয়ম ও শর্তাবলী নিম্নে প্রদত্ত হলোঃ

শিক্ষার্থী কতৃক অবেদন ফরম পূরণ, জমাদান ও কলেজ কতৃক ডাটা এন্ট্রি করার তারিখঃ

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৯ সনের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ অনিয়মিত, মানোন্নয়ন ও প্রাইভেট পরীক্ষার্থীদের পরীক্ষার আবেদন ফরম পূরণ শুরু হবে ৯ ফেব্রুয়ারি। শিক্ষার্থীদের ফরম পূরণ ও সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষের ডাটা এন্ট্রি ও আনুষঙ্গিক শর্তাবলী মেনে ফরম পূরণ করতে পারবেন আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত।

অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য পরীক্ষায় অংশগ্রহণের শর্তাবলী হিসেবে জানানো হয়েছে যারা ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ও ২০১৭ সালের ভর্তি হওয়া প্রাইভেট শিক্ষার্থীরা ২০১৭ এবং ২০১৮ সালের ডিগ্রি পাস ১ম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি অথবা অংশগ্রহণ করে অকৃতকার্য হয়েছেন তারা এ পরীক্ষায় অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিতে পারবেন ।

২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ২০১৭ সালের রেজিস্ট্রেশনকৃত প্রাইভেট শিক্ষার্থী যারা ২০১৮ সালের ১ম বর্ষ পরীক্ষায় অনিয়মিত হিসেবে অংশগ্রহণ করে ২য় বর্ষে শর্তসাপেক্ষে উত্তীর্ণ হয়েছেন তাদেরকেও অনুপস্থিত কোর্সে এই পরীক্ষায় বাধ্যতামূলকভাবে অংশগ্রহণ করতে হবে।

বমানোন্নয়নে আগ্রহী পরীক্ষার্থীদের জন্য অংশগ্রহণের শর্তাবলী হিসেবে জানানো হয়েছে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ২০১৭ সালের রেজিস্ট্রেশনকৃত প্রাইভেট শিক্ষার্থী যারা ২০১৮ সালের ১ম বর্ষ পরীক্ষায় অনিয়মিত হিসেবে অংশগ্রহণ করে বিভিন্ন কোর্সে সি, ডি ও এফ গ্রেড পেয়েছেন তাদের মধ্যে সি ও ডি গ্রেড পাওয়া সর্বোচ্চ দু’টি এবং এফ গ্রেড পাওয়া কোর্সে মানোন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

২০১৪-১৫, ২০১৫-১৬ এবং ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ২০১৫, ২০১৬, ২০১৭ সালের রেজিস্ট্রেশনকৃত প্রাইভেট শিক্ষার্থীদের ১ম বর্ষ পরীক্ষায় অনুপস্থিত কোর্স এবং এফ গ্রেড প্রাপ্ত কোর্সসমূহে ২০১৯ সালের এ পরীক্ষায় গ্রেড উন্নয়ন পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবেন।

সার্টিফিকেট কোর্স পরীক্ষার্থীদের উদ্দেশ্যে পরীক্ষায় অংশগ্রহণের শর্তাবলী হিসেবে জানানো হয়েছে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সার্টিফিকেট কোর্স-এ রেজিস্ট্রেশনকৃত যে সকল শিক্ষার্থীদের ২০১৮ সনের ১ম বর্ষের নির্ধারিত ১ম ও ২য় পত্রের পরীক্ষায় এফ গ্রেড রয়েছে তারা গ্রেড উন্নয়ন পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবেন।

DU 7 College Degree Pass Course Form Fill Up 2022 For 1st Year Students.শিক্ষার্থী কতৃক অবেদন ফরম পূরণ, জমাদানের তারিখঃ ০৯/০১/২০১৯ থেকে ২৬/০১/২০১৯

ব্যাংক ড্রাফটের তারিখঃ ০৯/০১/২০১৯

আবেদন ফরম সংগ্রহঃ

ডিগ্রী (পাস) ১ম বর্ষ পরীক্ষার আবেদন ফরম কলেজ কর্তৃপক্ষের নিকট থেকে সংগ্রহ করে পরীক্ষাথী স্বহস্তে ফরম পূরণ করবেন ৷ পরীক্ষার্থী আবেদন ফরমের সাথে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০১ (এক) কপি ছবি আঠা দিয়ে লাগিয়ে এবং ০১ (এক) কপি ছবি ফরমের সাথে সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে। পরীক্ষার্থী নিজে আবেদন ফরম পুরণ করার পর নিধারিত ফি সহ স্ব স্ব বিভাগ/অফিসে জমা দিবে ৷

ঢাবি অধিভুক্ত ৭ কলেজের ডিগ্রী পাস ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণ ২০১৯

পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় শর্তাবলীঃ

নিয়মিত শিক্ষার্থীদের ক্ষেত্রে:

*২০১৬-১৭ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থী ও ২০১৭ সালের ব্লেজিস্টেশনকৃত প্রাইভেট শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করবে ৷

*২০১৪-১৫ ও ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ২০১৫ ও ২০১৬ সালের রেজিস্ট্রেশনকৃত প্রাইভেট শিক্ষার্থী যারা ২০১৫ ও ২০১৬ সালের ১ম বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করেনি অথবা অংশগ্রহণ করে অকৃতকার্য ( Not Promoted) হয়েছে তারা এ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে ৷

*২০১৩ ১৪ , ২০১৪ ১৫ ও ২০১৫ ১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ২০১৪, ২০১৫ ও ২০১৬ সালের রেজিস্ট্রেশনকৃত প্রাইভেট শিক্ষার্থী যারা ২০১8 , ২০১৫ ও ২০১ ৬ মাসের ১ম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করে এক বা একাধিক কাের্সে F গ্রেড পেয়ে ২য় বর্ষে উত্তীর্ণ হয়েছে যেসকল শিক্ষার্থীগণ F গ্রেড প্রাপ্ত কাের্সে এ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

*২০১৫ ১৬ শিক্ষাবষের শিক্ষার্থী ও ২০১৬ সালের রেজিস্ট্রেশনকৃত প্রাইভেট শিক্ষার্থী যারা ২০১৬ সালের ১ম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করে ২য় বর্ষে উত্তীর্ণ (C Promoted) হয়েছে তাদের অনুপস্থিত কাের্সে এ পরীক্ষায় অংশগ্রহণ করা বাধ্যতামূলক ৷

*উপরোক্ত শিক্ষার্থীদেরকে ১ম বর্ষে “স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়েৱ ইতিহাস” আবশ্যিকসহ নৈৰ্বাচনিক বিষয়গুলোর ১ম ও ২য় পত্রের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে ৷

*১ম বর্ষের সকল পরীক্ষায় অংশগ্রহণ বাঞ্চনীয়।

ডিগ্রী পাস কোর্স ১ম বর্ষ মানােন্নয়ন পরীক্ষাঃ

*২০১৫ ১৬ শিক্ষাবর্যের শিক্ষার্থী ও ২০১৬ সালের রেজিস্ট্রেশনকৃত প্রাইভেট শিক্ষার্থী যারা ২০১ ৬ সালের ১ম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করে যে সমস্ত কোর্সে C, D ও F গ্রেড পেয়েছে তারা C ও D গ্রেড পাওয়া সর্বোচ্চ দু’টি ও F প্রাপ্ত কাের্সে মানোন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে ৷

*২০১৪ ১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ২০১৫ সালের রেজিস্ট্রেশনকৃত প্রাইভেট যে সকল শিক্ষার্থী ২০১৬ সালের ১ম বর্ষ পরীক্ষায় অনুপস্থিত কাের্সে পরীক্ষা দিয়ে C অথবা D গ্রেড পেয়েছে সে সকল শিক্ষার্থীগণ ২০১৭ সালের এ পরীক্ষায় অনুপস্থিত কোর্সে গ্রেড উন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ ক্যৰ্তে পারবে ৷

সার্টিফিকেট কাের্স পরীক্ষার্থীদেৱ জন্যঃ

*২০১৬ ১৭ শিক্ষাবর্যের সার্টিফিকেট কাের্স রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীরা এ পরীক্ষায় ১ম বর্ষের নির্ধারিত ১ম ও ২য় পত্রের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে ৷ এ সকল শিক্ষার্থীরা ২০১৩ ১৪ শিক্ষাবর্যের সিলেবাস অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করবে ৷

২০১৭ সনের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণ বিজ্ঞপ্তি
ঢাবি অধিভুক্ত ৭ কলেজের ডিগ্রী পাস ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণ ২০১৯

পাঠ্যসূচিঃ

২০১৭ সনের ডিগ্রী পাশ ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার সকল শিক্ষার্থীকে ২০১৩ ২০১৪ শিক্ষাবর্যের প্রণীত জাতীয় বিশ্ববিদ্যলোয়ের সিলেবাস ও রেগুলেশন অনুযায়ী অনুষ্ঠিত হবে

পরীক্ষার্থীদের জন্য করণীয়ঃ

পরীক্ষার্থীগণ আবেদন ফরম সংগ্রহ করার পর সহন্তে পূরণ করে নির্ধারিত ফি সহ সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানের নিকট জমা দিয়ে এবং কলেজ কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে বিবরণী ফরমে বিষয়কােড সঠিক এন্ট্রি করা হয়েছে কি না তা দেখে নিশ্চিত হয়ে স্বাক্ষর করতে হবে। আবেদন ফরমের নির্দিষ্ট স্থানে সিলেবাসে উল্লিখিত বিষয় কোড (ব্যবহারিকসহ) লিখতে হবে। বিষয় কোড ভুল পূরণের জন্য বিশ্ববিদ্যালয় দায়ী থাকবে না। আবেদন ফরমে কোন প্রকার ভুল হলে বিশেষ করে কোড লিখতে হলে তা পুনরায় সঠিকভাবে লিখতে হবে। পৰীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে উল্লিখিত ডিগ্রীর পেপার কোডের পত্র ছাড়া অন্য কোন পেপার কোডের পত্র আবেদন ফরমপূরণ করলে তার অ৷বেদনপত্র বাতিল বলো গণ্য হবে।

ঢাবি অধিভুক্ত ৭ কলেজের ডিগ্রী পাস ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণ জন্য করণীয়ঃ

যে সকল পরীক্ষার্থী ২০১৭ সনের ডিগ্রী পাস ১ম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে তাদের রেজিষ্ট্রেশন ডাটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কলেজের নিজস্ব ই-মেইলে প্রেরণ করা হবে। ফরম পূরণের যোগ্যতা আছে কিন্তু সম্ভাব্য পরীক্ষার্থীদের তালিকায় নাম নাই এমন কোন শিক্ষার্থী থাকলে এবং তালিকায় তাঁর ডাটা না পাওয়া যায় সে ক্ষেত্রে তার রেজাল্ট কপি ও রেজিষ্ট্রেশনের মেয়াদ যাচাইপূর্বক নির্ভুলভাবে নির্দিষ্ট এক্সেল ফরমেটে (ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রেরিত) পরীক্ষার্থীদের ডাটা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রেরণ করতে হবে। এছাড়াও আবেদন ফরমপূরণকৃত পরীক্ষার্থীদের বিষয়ভিত্তিক বিবরণীতে সংশ্লিষ্ট পরীক্ষার্থী, অফিস প্রধান ও অধ্যক্ষের স্বাক্ষরের পর মূল কপি বেধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত তারিখে জমা দিবে ও সফটকপি
examcontrollera7c@du.ac.bd -এ ই-মেইলে প্রেরণ করবে এবং ফটোকপি কলেজ সংরক্ষণ করবে।

ফি জমাদানের পদ্ধতিঃ

২০১৬ সনের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার সকল পরীক্ষার্থীদের ফিসের টাকা কলেজ কর্তৃপক্ষ “DU-Affiliated Colleges’ শিরোনামে হিসাব নং:- ৪৪০৫৭০৩০০০০৬৬ এই নামে সোনালী ব্যাংকের ব্যাংক ডাফট/পে-অর্ডার করে। দিতে হবে। ব্যাংক ড্রাফট পে অর্ডার অবশ্যই হিসেবে দেযয়া (A/C Payee) হতে হবে। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রচলিত । নিয়মানুসারে প্রতিটি ফরমের মূল্য ১০০ /- (একশত টাকা) নগদ ঢাকা বিশ্বাবিদ্যালয়ে এবং কলেজ করে প্রদান
করবে।

বিবরণী ফরম জমাঃ

আবেদন ফরমপূরণকৃত পরীক্ষার্থীদের বিষয়ভিত্তিক বিবরণীতে সংশ্লিষ্ট পরীক্ষার্থী অফিস প্রধান ও অধ্যক্ষের স্বাক্ষরের পর মূল কপি বেঁধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কক্ষ নং ৩১০ -এ নির্ধারিত তারিখে জমা দিতে হবে এবং এর ফটোকপি কলেজে সংরক্ষণ করবে।

ইনকোর্স পরীক্ষার নম্বর প্রেরণঃ

নিয়মিত ও প্রাইভেট শিক্ষার্থীরা নিজ নিজ কলেজে উপস্থিত হয়ে ইন-কোর্স পরীক্ষায় করম পূরণের পূর্বে অংশগ্রহণ করবে। কলেজ কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের প্রতিটি পত্রের ইন-কোস টিউটোরিয়াল নম্বর আবেদন করম পূরণের নির্ধারিত সেশনে যারা, যে কোডে ফরমপূরণ করবে সে কোডের ইনকোর্স পরীক্ষার নম্বর প্রেরণ করতে হবে এবং এর এককপি নম্বরপত্র সংশ্লিষ্ট শাখার সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক, জনাব মোঃ মনিরুল ইসলাম-এর নিকট ও সফটকপি examcontrollera7c@du.ac.bd প্রেরণ করতে হবে এবং এক কপি সংশ্লিষ্ট অফিসে সংরক্ষণ করতে হবে।

ফলাফলঃ

এ পরীক্ষার ফলাফল গ্রেডিং পদ্ধতিতে প্রকাশ করা হবে।

পাশ নম্বরঃ

সর্বনিম্ন পাস নম্বর ৪০
সর্বনিম্ন গণনাযোগ্য ক্রেডিট D .

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group