৭ কলেজবিশ্ববিদ্যালয় ভর্তি

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের ভর্তি তথ্য ফলাফল

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের ভর্তি তথ্য ফলাফল ২০১৯-২০২০ সেশন প্রকাশিত হয়েছে।
৭ কলেজের ভর্তি অনলাইন আবেদন ও পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখ সমূহ নিম্নে দেয়া হলঃ
অনলাইনের মাধ্যমে আবেদনের শুরুর তারিখ ৩০/০৯/২০১৯ তারিখ বিকাল ৫:০০ টা
অনলাইনের মাধ্যমে আবেদনের শেষ তারিখ ৩০/১০/২০১৯ তারিখ বিকাল ৫:০০ টা ( সোনালী ব্যাংক – এর মাধ্যমে বিকাল ৪:০০ টা পর্যন্ত দেয়া যাবে। )
বাণিজ্য ইউনিট পরীক্ষা ১৫/১১/২০১৯ (শুক্রবার) সকাল ১০:০০ টা থেকে ১১:০০ টা
বিজ্ঞান ইউনিট পরীক্কা ২২/১১/২০১৯ (শুক্রবার) সকাল ১০:০০ টা থেকে ১১:০০ টা
কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট পরীক্ষা ২৯/১১/২০১৯ (শুক্রবার) সকাল ১০:০০ টা থেকে ১১:০০ টা
ঢাবির ৭ কলেজের ভর্তি পরীক্ষার ফলাফল চেক করার লিংক http://7collegedu.com/index.php?act=apply/login তে লগইন করে এপ্লিকেশন আইডি প্রবেশ করিয়ে এরপরে আবেদন করার সময় প্রদক্ত মোবাইল নাম্বার প্রবেশ করাতে হবে এবং সর্বশেষে ক্যাপচা কোড প্রবেশ করাতে হবে এবং লগন করতে হবে।
 সাত কলেজের ভর্তি তথ্য ফলাফল ২০১৯-২০২০ সেশন
রকেট-এর মাধ্যমে পেমেন্ট প্রক্রিয়া :
*৩২২# ডায়াল করে ঢাবি অধিভুক্ত সাত কলেজের ভর্তি ফি পরিশোধ করতে নিম্নের ধাপ গুলো অনুসরণ করুন :
ধাপঃ ১- ১(Bill Pay ) অপশন সিলেক্ট করুন।
ধাপঃ ২- ১ (Self) অথবা ২(other) সিলেক্ট করুন।
ধাপঃ ৩- 0 (Others) সিলেক্ট করুন।
ধাপঃ ৪- Biller ID ৭৫৭৫ প্রদান করুন।
ধাপঃ ৫- আপনার এপ্লিকেশন আইডি : আবেদন করার পর প্রাপ্ত Application ID টি প্রদান করুন।
ধাপঃ ৬ – আপনার রকেট একাউন্ট -এর পিন নম্বর প্রদান করুন।
ধাপঃ ৭- পেমেন্ট কন্ফার্ম হলে একটি SMS পাবেন।
বিকাশ-এর মাধ্যমে পেমেন্ট প্রক্রিয়া :
ওয়েবসাইটে লগইন করে “Make Payment” – এ ক্লিক করতে হবে।
১) প্রথমে bKash Logo বাটনে ক্লিক করুন।
২) স্ক্রিনে আপনার বিকাশ একাউন্টের নাম্বার দিন এবং শর্তাবলীতে সম্মতি দিয়ে পরবর্তী ধাপে যান ।
৩) বিকাশ আপনার একাউন্ট নাম্বারে ৬ সংখ্যার একটি ভেরিফিকেশন কোড পাঠাবে। কোডটি পেমেন্ট স্ক্রিনে দিয়ে পরবর্তী ধাপে যান ।
৪) এরপর আপনার বিকাশ একাউন্টের পিন নম্বর দিন এবং পেমেন্ট সম্পন্ন করুন। পেমেন্ট কন্ফার্ম হলে একটি SMS পাবেন।
সোনালী ব্যাংকের সোনালী সেবার মাধ্যমে পেমেন্ট প্রক্রিয়া :
ওয়েবসাইটে লগইন করে “Make Payment” – এ ক্লিক করতে হবে।
১) প্রথমে Sonali Bank Logo বাটনে ক্লিক করুন।
২) একটি পেমেন্ট স্লিপ pdf -এ ডাউনলোড করা যাবে। ডাউনলোডকৃত pdf টি প্রিন্ট নিয়ে আগামী ২৯/১০/২০১৯ তারিখ বিকাল ৪:০০ টার মধ্যে সোনালী ব্যাংকের সোনালী সেবার (ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ব্যতিত) মাধ্যমে ৪০০ টাকা (ব্যাংক চার্জ ব্যতিত) জমা দিতে হবে।
৩) সোনালী ব্যাংকের সোনালী সেবার (ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ব্যতিত) মাধ্যমে টাকা জমা দেয়ার দুই কার্য দিবসের মধ্যে আপনার “PAYMENT STATUS” আপডেট হবে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group