৭ কলেজবিশ্ববিদ্যালয় ভর্তিভর্তি রেজাল্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি ৭ কলেজের ভর্তি রেজাল্ট 2022

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি ৭ কলেজের ভর্তি রেজাল্ট 2022 নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করা হবে।
ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের (সকল অনুষদের ) প্রথম বর্ষ স্নাতক (সম্মান) পর্যায়ে ভর্তিইচ্ছুক শিক্ষার্থীদের আগামী ২৯/১০/২০১৯ তারিখ বিকাল ৫:০০ ঘটিকার মধ্যে আবেদন করার জন্য আহবান জানানো যাচ্ছে ।
সকল গুরুত্বপূর্ণ নোটিশ ও অনার্স ১ম বর্ষ ভর্তি নির্দেশিকা সমূহ নিম্নে দেয়া হল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি ৭ কলেজের ভর্তি রেজাল্ট 2019
7 Colleges Affiliated with University of Dhaka Undergraduate Admission Test 2019-2020 ভর্তির প্রাথমিক আবেদন সংক্রান্ত যে কোন কাজের জন্য নিচের ‘http://7collegedu.com/index.php?act=apply/verify Login/ Apply’ বাটনে ক্লিক করুন।
অনলাইন আবেদন ও পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখ সমূহ
অনলাইনের মাধ্যমে আবেদনের শুরুর তারিখ ৩০/০৯/২০১৯ তারিখ বিকাল ৫:০০ টা
অনলাইনের মাধ্যমে আবেদনের শেষ তারিখ ২৯/১০/২০১৯ তারিখ বিকাল ৫:০০ টা ( সোনালী ব্যাংক – এর মাধ্যমে বিকাল ৪:০০ টা পর্যন্ত দেয়া যাবে। )
বাণিজ্য ইউনিট পরীক্ষা ১৫/১১/২০১৯ (শুক্রবার) সকাল ১০:০০ টা থেকে ১১:০০ টা
বিজ্ঞান ইউনিট পরীক্ষা ২২/১১/২০১৯ (শুক্রবার) সকাল ১০:০০ টা থেকে ১১:০০ টা
কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট পরীক্ষা ২৯/১১/২০১৯ (শুক্রবার) সকাল ১০:০০ টা থেকে ১১:০০ টা।
ভর্তি পরীক্ষার বিষয়ভিত্তিক মানবন্টন নিম্নে দেয়া হল
ব্যবসায় শিক্ষা বিভাগ
বাংলা — (২০×১.২০)= ২৪
ইংরেজি — (২০×১.২০) = ২৪
হিসাববিজ্ঞান –(২০×১.২০) = ২৪
ব্যবসায় শিক্ষা –(২০×১.২০)= ২৪
মার্কেটিং/ফিন্যান্স এনফ ব্যাংকিং– (২০×১.২০)=২৪
কলা ও সামাজিক বিজ্ঞান মানবন্টন
বাংলা — ৩০
ইংরেজি– ৩০
সাধারন জ্ঞান — ৬০
বিজ্ঞান বিভাগ ঃ
বাংলা,ইংরেজি,পদার্থবিজ্ঞান, রসায়ন,জীববিজ্ঞান,গনিতে মধ্যে পদার্থবিজ্ঞান ও রসায়ন সহ মোট ৪ টি বিষয়ের পরীক্ষা দিতে হবে। প্রতি উত্তরে মোট নাম্বার ৩০ থাকবে।
যাদের এইচএসসি তে পদার্থ,রসায়ন,গনিত,জীববিজ্ঞান ছিলো তাদের এই ৪ টি উত্তর দিতে হবে তবে ইচ্ছা করলে উচ্চ মাধ্যমিকের ৪র্থ বিষয়ের পরিবর্তে বাংলা/ ইংরেজি দিতে পারবে।
ইউনিট পরিবর্তন
বিজ্ঞান ও বানিজ্য ইউনিটের শিক্ষার্থীদের কোন বিভাগ পরিবর্তন পরীক্ষা হবেনা, তাদের নিজ নিজ ইউনিটে পরীক্ষা দিতে হবে এবং পরীক্ষায় কৃতকার্য হলে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বিজ্ঞান বিভাগের পাশাপাশি মানবিক/ বানিজ্যের সাবজেক্ট চয়েজ দিতে পারবে এবং বানিজ্য বিভাগের শিক্ষার্থীরা বানিজ্য বিভাগের পাশাপাশি মানবিক বিভাগের সাবজেক্ট চয়েজ দিতে পারবে
শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group